Bigg Boss 16: কোটি টাকার সঞ্চালক নয়, বিগ বসের ঘরে প্রতিযোগী হয়েই প্রবেশ করবেন সলমন, চলছে জল্পনা

সঞ্চালকের দর ১০০০ কোটি টাকা। ভারতবর্ষের সবচেয়ে বেশি টিআরপি ওয়ালা রিয়ালিটি শো। সব মিলিয়ে সে এক জাঁকজমকওয়ালা ব্যাপার । তবে সেই রিয়ালিটি শো একেবারে বন্দি ঘরেরে মধ্যে। তবে সেই ঘরের মধ্যেই যে কাণ্ড কারখানা সবসময় চলছে সেটাই একেবারে গিলছে ভারতীয় তথা সারা বিশ্বের অডিয়েন্স। সঞ্চালক হলে বলিউড সুপারস্টার সলমন খান এবং রিয়েলিটি শোয়ের নাম ‘বিগ বস্’। মোটের উপর কথা হল, বিগ বস্ আসছে।
প্রতিযোগী কারা কিংবা থিম কী?— সে সব কিছু এখনও জানা যায়নি। তবে প্রকাশ্যে এসেছে রিয়্যালিটি শোয়ের ঝলক। আর ঝলক বলছে একেবারে অন্যরকম হতে চলেছে এই সিজন। একদিকে যেমন উত্তেজিত হইয়ে উঠেছে বিগ বসের অনুরাগীরা তেমনই শুরু হয়েছে গুঞ্জন। কারণ প্রকাশিত হওয়া টিজরে ভাইজানকে বলতে শোনা যায়, এত দিন প্রতিযোগীদের খেলা দেখেছেন। তবে এ বারের সিজনে নিজেই নাকি খেলবেন বিগ বস্। সোশ্যাল মিডিয়ায় রমরমিয়ে শেয়ার হওয়া ঝলকের ক্যাপশনে লেখা হয়েছে, ‘ইন ১৫ সালোঁ মে সবনে খেলা আপনা আপনা গেম, লেকিন আব বারি হ্যায় বিগ বস্ কা খেলনে কি।’
View this post on Instagram
কিছুদিন আগেই ভাইজানের পারিশ্রমিকের অঙ্ক শুনে চক্ষু চরক গাছ হয়েছিল নেটিজেনদের। সলমান নাকি এবারের সিজনে দর হাঁকিয়েছেন সরাসরি ১০০০ কোটি টাকা। তাই নাকি প্রযোজকেরাও পরেছিলেন চরম বিপাকে। নতুন শো-য়ের দিনক্ষণ তো নয়ই বরং খবরের শিরোনামে ছিলেন সঞ্চালক স্বয়ং। তারপরই এই টিজর। এবারে একেবারে নিশিত হওয়া গেল যে সলমান খানই সামলাচ্ছেন সঞ্চালকের দায়িত্ব। বিগ বস্ ১৫-তে সলমনের পারিশ্রমিক ছিল ৩৫০ কোটি টাকা। ওদিকে সূত্রের খবর বলছে এবারের তাঁর পারিশ্রমিক বাড়তে পারে কয়েকগুণ।
এখানেই শেষ নয়, বিগ বস্ সিজন ১৬-র সারসংক্ষেপে লেখা হয়েছে, ‘আপনি যদি হঠা এক দিন সকালে ঘুম ভেঙে বুঝতে পারেন, পৃথিবী একেবারে উল্টে গিয়েছে? দিনেই চাঁদ উঠছে। মাধ্যাকর্ষণ শক্তি আর কাজ করছে না। ঘড়ির কাঁটার বিপরীতে চলছে সময়। কী হচ্ছে, কিছুই বোঝা যাচ্ছে না। তখন সবচেয়ে বড় ভয় হয়ে উঠবে আপনার সুখস্মৃতিগুলো, যা কিছু দিন আগেরই অতীত। তাই সতর্ক থাকুন, নতুন ভোর আসছে। যা ঘটবে, তা কল্পনাও করতে পারছেন না। সিট বেল্ট বেঁধে প্রস্তুতি নিন। আসছে এক্কেবারে নতুন বিগ বস্। সঞ্চালক সলমন খান’।