Saif Ali Khan: নামের পাশে ‛খান’ তবু স্বপ্নের কাজ মহাভারতে অভিনয়! কোন চরিত্রে থাকতে চান সইফ, জানালেন নিজেই

মন্টি শীল, কলকাতা: ইদানিং সমগ্র বলিউড তথা চলচ্চিত্র জগতের যে সমস্ত তারকারা সংবাদমাধ্যমের শিরোনামে অন্তর্ভূক্ত হয়ে রয়েছেন তাঁদের মধ্যে এক অন্যতম নাম হল অভিনেতা সইফ আলি খান ( Saif Ali Khan )। যদিও এর পিছনে নেপথ্যে এক অন্যতম কারণ, এক দীর্ঘ সময় চলচ্চিত্র জগৎ থেকে বিরতি নেওয়ার পর ফের অভিনয়ের জগতে প্রবেশ করেছেন অভিনেতা। সম্প্রতি বড়পর্দায় মুক্তি পেয়েছে অভিনেতা সইফ আলি খান ( Saif Ali Khan ) অভিনীত সিনেমা ‘বিক্রম বেদা’ ( Vikram Vedha )। যেখানে সইফ আলি খানের সঙ্গে মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা যাবে অভিনেতা ঋত্বিক রোশন’কে।

যাকে কেন্দ্র করে ইতিমধ্যেই ব্যাপক চর্চার সূত্রপাত ঘটেছে নেটমাধ্যমে। তবে নেটমাধ্যমে চর্চিত হলেও, বড়পর্দায় সেভাবে দর্শকদের নজর কাড়তে পারেনি এই সিনেমা। তবে বিশেষ সূত্র মারফত জানা গিয়েছে, ‘বিক্রম বেদা’র পর খুব শীঘ্রই ফের এক নতুন সিনেমায় মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা যাবে অভিনেতা সইফ আলি খান’কে ( Saif Ali Khan ), যার নাম ‘আদিপুরুষ’ ( Adipurush )। খুব সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে এই আসন্ন সিনেমার টিজার প্রকাশিত হয়েছে। কিন্তু একজন অভিনেতা হিসেবে সইফ আলি খানের ( Saif Ali Khan ) স্বপ্নের ভূমিকা কোনটি?

6c32

সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেতা তাঁর স্বপ্নের প্রকল্প এবং ভূমিকার কথা প্রকাশ করেন। যা শোনার পর রীতিমত হতবাক হয়ে যান ভক্তরা। অভিনেতা জানান, ‘তিনি কোনও দিন সেভাবে ভাবেন না। তবে তিনি শুধু নিজেকে কি অফার করলেন তা নিয়ে শুধু ভাবেন। তাঁর বিশেষ কোনও স্বপ্নের বিষয় নেই। আর তাই তিনি মনে করেন না যে এবিষয়ে বিশেষ কোনও ভাবনার প্রয়োজন রয়েছে তবে তিনি মহাভারতে কাজ করতে চান যদি কেউ এটাকে লর্ড অব দ্য রিংসের মতো করে। তিনি অভিনেতা অজয় দেবগনের সঙ্গে কাঁচা সুতোর সময় সময় থেকে কথা বলেছেন। কারণ এটা তাঁদের প্রজন্মের স্বপ্নের বিষয়।’

6c33

এখানেই শেষ নয় অভিনেতা জানান, ‘যদি এমনটা সম্ভবপর হয়ে ওঠে তবে তাঁরা তাঁদের একান্ত প্রচেষ্টায় বলিউড এবং দক্ষিণের চলচ্চিত্র জগৎকে একসূত্রে বাঁধতে পারেন।’ সূত্র অনুযায়ী, সম্প্রতি রাম জন্মভূমি অযোধ্যায় মুক্তি পেয়েছে অভিনেতা সইফ আলি খান অভিনীত পরবর্তী বলিউড সিনেমা ‘আদিপুরুষ’এর টিজার। যেখানে ভগবান রামের ভূমিকায় পর্দায় ফুটে উঠতে দেখা যাবে দক্ষিণী চলচ্চিত্র জগতের জনপ্রিয় অভিনেতা প্রভাস’কে। অপরদিকে সিনেমাতে রাবণের ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে অভিনেতা সইফ আলি খান’কে। তবে টিজার মুক্তির পরেই অভিনেতা সইফ আলি খান তাঁর লুকের কারণে নেটমাধ্যমে তুমুল কটূক্তির শিকার হয়েছেন, এমনকী কিছু কিছু ক্ষেত্রে এই সিনেমা বয়কটের দাবিও উঠেছে। তবে অভিনেতার এদিনের মন্তব্যে যে এক নতুন আলোচনার সূত্রপাত ঘটতে চলেছে তা বলাই যায়।




Back to top button