Ranbir-Alia: পরিবারের সদস্য সংখ্যা বাড়তেই নিতুর ঘর ছাড়ল রালিয়া, শুরু নতুন বাড়ি তৈরির কাজ

মন্টি শীল, কলকাতা: খুব সম্প্রতি বড় পর্দায় মুক্তি পেয়েছে বহুল আলোচিত সিনেমা ‘ব্রহ্মাস্ত্র’ ( Brahmastra )। যা ইতিমধ্যেই দর্শকদের মাঝে বিশেষ প্রভাব বিস্তার করতে সক্ষম হয়েছে। পরিচালক অয়ন মুখার্জি পরিচালিত এই সিনেমাতে মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে, বলিউড অভিনেতা রণবীর কাপুর ( Ranbir Kapoor ) এবং অভিনেত্রী আলিয়া ভাট’কে ( Alia Bhatt )। যা এই জুটির প্রথম বলিউড সিনেমা হিসেবে পরিচিতি। তবে ব্লক বাস্টার সিনেমা ছাড়াও আরও একটি বিষয় নিয়ে এই দুই তারকা ইদানিং সোশ্যাল মিডিয়াতে ভীষণ ভাবে চর্চার কেন্দ্রবিন্দুতে রয়েছেন।

আর সেটা হল, খুব শীঘ্রই প্রথম সন্তানের বাবা-মা হিসেবে পরিচিতি গড়ে তুলতে চলেছেন রণবীর ও আলিয়া। চলতি বছরের গত ১৪ই এপ্রিল বিবাহের পবিত্র বন্ধনে আবদ্ধ হন এই দুই বলি তারকা। এরপরেই সকলকে চমকে দিয়ে গত ২৭শে জুন সোশ্যাল মিডিয়াতে নিজের সন্তান সম্ভাবা হওয়ার খবর প্রকাশ করেন অভিনেত্রী আলিয়া ভাট ( Alia Bhatt )। যাকে কেন্দ্র করে ব্যাপক শোরগোল পড়ে যায় নেটমাধ্যমে। এমনকী অভিনেত্রীর এই খবর শোনার পর বিভিন্ন মহল থেকে আসতে শুরু করে শুভেচ্ছা বার্তা।

30c22

তবে রণবীর কাপুর ও আলিয়া ভাটের বাবা-মা এর খবর নিয়ে অনুরাগীদের মাঝে বিপুল উচ্ছাসের মধ্যেই প্রকাশ্যে আরও এক নতুন তথ্য। বিশেষ সূত্র মারফত জানা গিয়েছে অভিনেত্রী আলিয়া ভাট এবং অভিনেতা রণবীর কাপুর খুব শীঘ্রই তাঁদের নতুন বাড়িতে স্থানান্তরিত হতে চলেছেন। সম্ভবত এই দম্পতির নতুন ঠিকানা হতে চলেছে বান্দ্রাতে, যা ইতিমধ্যেই নির্মাণাধীন। সূত্র অনুযায়ী এও জানা গিয়েছে, বলিউডের এই নব দম্পতি বর্তমানে কাপুর পরিবারের বাস্তুতে থাকছেন। কিন্তু সম্ভবত খুব শীঘ্রই সেখান থেকে এই দুই তারকা বসবাস করতে করছেন তাঁদের নতুন ঠিকানায়।

30c23

এদিন অভিনেতা রণবীর কাপুর ও আলিয়া ভাট তাঁদের নির্মাণাধীন আবাসের পরিদর্শন করতে গিয়েছিলেন। যার ছবি ইতিমধ্যেই নেটমাধ্যমে রীতিমত ভাইরাল। ছবিতে এই দুই দম্পতিকে লেন্সবন্দি হতে দেখা গিয়েছে একবারে ক্যাজুয়াল লুকে। বলে রাখা ভাল, ব্রক্ষ্মাস্ত্রের সফলতার পর একাধিক সিনেমা নিয়ে পর্দায় আসতে চলেছেন এই দুই তারকা। যার মধ্যে অন্যতম হল, অভিনেত্রী আলিয়া ভাট অভিনীত সিনেমা ‘রকি অর রানি কি প্রেম কাহিনী’। শুধু তাই নয়, খুব শীঘ্রই হলিউডেও অভিষেক করতে চলেছেন রণবীর পত্নী আলিয়া। তবে এত কিছুর মধ্যে রণবীর-আলিয়ার নতুন আবাস নির্মাণের খবর সামনে আসতেই ফের এক নতুন আলোচনার সূত্রপাত ঘটতে চলেছে তা আর বলতে বাকি থাকে না।




Back to top button