Raju Srivastav Died: বলিউডে কালো মেঘের ঘনঘটা, প্রয়াত ‛হাসির রাজা’ রাজু শ্রীবাস্তব

মন্টি শীল, কলকাতা: ফের বিনোদনের জগতে হল আরও এক নক্ষত্রের পতন। প্রয়াত হলেন জনপ্রিয় কৌতুক অভিনেতা রাজু শ্রীবাস্তব ( Raju Srivastav )। প্রয়াণ কালে তাঁর বয়স হয়েছিল ৫৮ বছর। জানা গিয়েছে, জনপ্রিয় এই কৌতুক অভিনেতা নয়াদিল্লি’র অল ইন্ডিয়া ইন্সটিটিউট অব মেডিকেল সায়েন্সে ( AIIMS ) চিকিৎসাধীন ছিলেন। সেখানেই শেষ নিশ্বাস ত্যাগ করেন রাজু শ্রীবাস্তব ( Raju Srivastav )। তাঁর প্রয়াণের খবর সামনে আসতেই শোকের ছায়া নেমে এসেছে গোটা বিনোদন জগতে। সূত্র অনুযায়ী, গত ১০ই আগস্ট হৃদরোগে আক্রান্ত হয়ে নয়াদিল্লি’র AIIMS-এ ভর্তি হয়েছিলেন রাজু।

21c42

শোনা যায়, প্রতিদিনের মতো শরীর চর্চা করতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হন এই কৌতুক শিল্পী। রাজু শ্রীবাস্তব তাঁর অসাধারণ কমিকের মাধ্যমে অগণিত মানুষের মন জয় করছেন। শোনা যায়, ২০০৫ সালে জনপ্রিয় কমেডি রিয়ালিটি শো ‘দ্য গ্রেট ইন্ডিয়ান লাফটার চ্যালেঞ্জ’ এর হাত ধরে বিশেষ খ্যাতি অর্জন করেছিলেন এই কৌতুক অভিনেতা। এরপর একাধিক টেলিভিশন শো’তে নিজের প্রতিভার প্রকাশ করতে দেখা যায় রাজু শ্রীবাস্তব’কে ( Raju Srivastav )। তাঁর প্রয়াণের পর অনেকেই মনে করছেন, কমেডির জগতে এক অপূরণীয় ক্ষতির সৃষ্টি হল।

বিস্তারিত আসছে…….




Back to top button