Bollywood Actress: রূপে যেন সোনা ঝরে, বলিউডের এই অভিনেত্রীদের ছবি যে কোনও মুহূর্তে আপনাকে করে তুলবে উত্তেজিত

প্রত্যুষা সরকার, কলকাতা: বলিউডে সুন্দরী নায়কার তালিকাটি মটেই ছোট নয়। একের পর নাম বলতে গেলে শেষই হবে না। রূপে গুণে একেবারে পারফেক্ট তাঁরা। মাঝে মধ্যেই বি-টাউনের ( Bollywood Actress ) নায়কাদের ছবি থেকে ঘুম উড়ে যায় নেটিজেনদের। তবে মুহূর্তে নেটমাধ্যমে আগুন ধরাচ্ছেন বলিউড ইন্ডাস্ট্রির হাতে গোনা কয়েক জন অভিনেত্রী। একে অপরকে টেক্কা দিতে প্রায় প্রতিদিনই বিভিন্ন ভাবে নিজেদের স্টাইলিশ ছবি পোস্ট করছেন তাঁরা।

মৌনি রায় থেকে জাহ্নবী কপুর, দিশা পাটানি থেকে অনন্যা পান্ডে লিস্টে বাদ নেই কেউই। তাঁদের পোস্ট করা বোল্ড স্টাইলিশ ফটো যেন কেড়ে নিচ্ছে তাঁদের লাখ লাখ অনুরাগীর ঘুম। নেটপাড়াতেও ( Bollywood Actress ) একে বারে তরতরিয়ে বাড়ছে তাঁদের জনপ্রিয়তা। বাড়ছে ফ্যান-ফলোয়ার। বোল্ড ব্রিগেড এই নায়কাদের তালিকায় রয়েছে আরও কোন নায়কা। কার ইনস্টাগ্রামে চোখ রাখলে দেখতে পাবেন সব থেকে বেশি স্টাইলিশ ছবি। জানতে হলে পড়তে থাকুন বিস্তারিত।

img 20220722 204109

বর্তমানে বলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রীদেবী কন্যা জাহ্নবী কপুর। ‘কফি উইথ করণ’- থেকে খোদ করণ জোহরের কাছ থেকে ‘হট’ ( Bollywood Actress ) তকমা পেয়েছেন তিনি। আজকাল সোশ্যাল মিডিয়ায় সুন্দরী অভিনেত্রী একের পর এক স্টাইলিশ ছবি পোস্ট করতে দেখা যাচ্ছে। সাথেই আছেন অভিনেত্রী মৌনি রায়। চলতি বছরের জানুয়ারিতেই গাঁটছড়া বেধেঁছেন তিনি। তাঁর একের পর এক ছবি উষ্ণতা বাড়াচ্ছে নেটপাড়ায়।

img 20220722 203807

মডেলিংয়ের দুনিয়ার একজন জনপ্রিয় অভিনেত্রী হলেন ইশা গুপ্তা। বর্তমানে বিভিন্ন ওয়েব সিরিজে অভিনয় করতে দেখা যাচ্ছে তাঁকেও। ইনস্টাগ্রামেও বেশ সাহসি ছবি আপলোড করেন অভিনেত্রী ( Bollywood Actress )। যা দেখে ঘুম উড়ছে নেটিজেনদের। এর পরেই আছেন সোশ্যাল মিডিয়ার স্টার দিশা পাটানি। নিজেকে সব সময় ফিট রাখেন দিশা। সোশ্যাল মিডিয়াতেও নিয়মিত ওয়ার্কআউটের ভিডিও পোস্ট করেন তিনি। ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার ২’ থেকে বলিউডের পা রেখেছেন অনন্যা পান্ডে। সম্প্রতি ‘গেহরাইয়া’ ছবিতেও বেশ বলিষ্ঠ অভিনয় করতে দেখা গেছে তাঁকে। সোশ্যাল মিডিয়ায় মাঝে মধ্যেই উষ্ণ ছবি পোস্ট করেন তিনি।




Back to top button