‘সবথেকে সুন্দর স্বত্বা’,জন্মদিনে টাইগারকে শুভেচ্ছা জানালেন চর্চিত গার্লফ্রেন্ড দিশা পাটানি

বলিউডের সবথেকে ফিটনেস সচেতন ও হার্টথ্রব স্টার জ্যাকিপুত্র টাইগারের ( Tiger Shroff ) জন্মদিন আজ । সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছার বন্যা । নেটিজেনদের মন ছুঁয়ে গেল টাইগারেরে চর্চিত প্রেমিকা দিশার শুভেচ্ছা বার্তা । জন্মদিনের ( Birthday ) এই বিশেষ দিনে বন্ধু টাইগারকে উষ্ণতম অভিনন্দনে ভরিয়ে দিলেন দিশা । টাইগারকে ( Tiger Shroff ) শুভেচ্ছা জানিয়ে তিনি নিজের সোশ্যাল হ্যান্ডেলে একটি পোস্ট শেয়ার করেন । যেখানে তিনি ( Disha Patani ) লিখেন “জন্মদিনের অনেক শুভেচ্ছা বন্ধু । ধন্যবাদ আমাদের মত অসংখ্য অনুরাগীদের তোমার কঠোর অধ্যবসায় ও সুন্দর স্বত্বা দ্বারা অনুপ্রাণিত করার জন্য । তুমি সুন্দর”। এভাবেই ভালোবাসায় ভরিয়ে দিলেন ঘনিষ্ঠ বন্ধু টাইগারকে । তিনি তার ইন্সটাগ্রামে একটি বুমারেং শেয়ায় করেন ।
আরও পড়ুন………মিশন চণ্ডীগড়, রনজিতে তৃতীয় জয়ের লক্ষ্যে বাংলা
ইন্ডাস্ট্রির ( Bollywood ) অন্দরের খবর ( Gossips ) প্রায় দু’বছর ধরে একে অপরকে ডেট করছেন । নিজেরা অবশ্য একথা কখনও স্বীকার করেননি । তবে পাপ্পারাৎজিদের চোখে তাদের ঘনিষ্ঠ মুহূর্ত বারবার ধরা পড়েছে । অনস্ক্রিনেও এই জুটিকে দেখতে পছন্দ করে নেটিজেনরা । তাই অফস্ক্রিনেও এদের একসাথে দেখতে স্বাচ্ছন্দ্যবোধ করবে অনুরাগীরা । তারা দুজন এবিষয়ে মুখ না খুললেও তাদের অনেক সময় একসাথে দেখা যায় বিভিন্ন রেস্তোরা ও ব্যক্তিগত স্পটে ।
জন্মদিনে ছেলের প্রতি দিশার এমন শুভেচ্ছাবার্তা দেখে মা আয়েশা শ্রফও দিশাকে পাল্টা অভিনন্দন জানাতে ভোলেননি । দিশার প্রশংসায় তিনিও পঞ্চমুখ । দিশা শুধুমাত্র শুভেচ্ছাই জানাননি অন্তরঙ্গ বন্ধু টাইগারের সামনে মুক্তিপ্রাপ্ত সিনেমার জন্যও অগ্রিম শুভেচ্ছাবার্তা জানিয়েছেন । বলিউডের অনেকেই ভালোবাসা ও অভিনন্দন জানিয়েছেন ‘হিরোপান্তির’ এই হিরোর জন্য ।
আরও পড়ুন……..ভলদিমির পুতিনের বিরুদ্ধে অস্ত্র ধরলেন সাবেক মিস ইউক্রেন আনাস্তাসিয়া লিনা
সম্পর্কে তাদের নানা টানাপোড়নের গল্প শোনা গেলেও এই পোস্ট থেকে সমস্ত জল্পনার অবসান ঘটে গেল । পুরনো মনমালিন্য মিটিয়ে তারা একসাথে আসতে চলেছেন এটাই তার ইঙ্গিত ।