Shahrukh khan Pathan: সলমনের পর এবার টার্গেট শাহরুখ! মুক্তির আগেই বয়কটের ডাক কিং খানের ছবি

সময়টা নব্বই দশক। শাহরুখের ছবি মানেই ‘ফার্স্ট ডে ফার্স্ট শো’। জনমহলে যেন ঢেউ তুলত তার জনপ্রিয়তা। কোঁকড়া চুল, হাতে গিটার নিয়ে সামনে এলেই দর্শকদের হাততালির ফোয়ারা। দিন বদলেছে। বাদশাহ এখন তিন যুগ পেরিয়েছেন। দর্শকদের চাহিদা বদলেছে। সিনেমার ঘরানায় এসছে আমূল বদল। মানুষের নির্বাচন বদলে গেছে। ভালো-মন্দের বিচার পাল্টেছে। তাই বলিউড বাদশাহর ছবিতেও আসে বয়কটের ডাক। হ্যাঁ, ঠিকই শাহরুখের আসন্ন ছবি পাঠানকে বয়কট করার ডাক দিয়েছেন একদল নেটিজেন। কী বলছেন তারা?
বলিউডের ছবি বয়কটের প্রবণতা অনেকটাই বাড়ছে। সম্প্রতি, আমির খানের ছবি লাল সিং চাড্ডা (Laal Singh Chaddha) এবং অক্ষয় কুমারের ছবি রক্ষাবন্ধন (Raksha Bandhan) বয়কট করার পর এবার উঠেছে নতুন হুজুগ। শাহরুখের ছবি পাঠানেও পড়েছে বন্ধের ডাক। টুইটারে নতুন ট্রেন্ড বয়কট পাঠান। যদিও এর কারণ স্পষ্ট নয় যে কেন তারা বন্ধ করতে চাইছেন ছবি। তবে অনেক টুইটার ব্যবহারকারী বলছেন দীপিকা পাদুকোনের জে এন ইউ সফরকে দায়ী করেছেন।
আসন্ন ছবিতে শাহরুখের বিপরীতে রয়েছেন দীপিকা। ২৫ জানুয়ারি ২০২৩ আসতে চলেছে শাহরুখের নতুন ছবি পাঠান। ছবিতে শাহরুখ দীপিকার লুকও ভীষণ স্পেশাল, ইতিমধ্যেই তা প্রকাশ্যে এসছে। একদিকে যেমন শাহরুখের ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছে। তেমনই বয়কটের ডাক ছবির বক্স অফিস নিয়ে চিন্তা বাড়াচ্ছে। লাল সিং চাড্ডা বয়কটের জেরে আশানুরূপ ফল করতে পারেনি। চার বছর পর কী আবার একটি ফ্লপ উপহার দেবেন শাহরুখ? তবে কী সিংহ সত্যিই বুড়ো হয়েছে? এত ভক্তের অপেক্ষা কী শেষ পর্যন্ত পূর্ণ হবে! শাহরুখ প্রেমীদের কপালে এখন চিন্তার ভাঁজ।