Rakhi slams Kangana : ‘নরকেও ঠাঁই হবে না’ হাসপাতালের শুয়েই কঙ্গনাকে অভিশাপ রাখি সাওয়ান্তের

বলিউড (Bollywood) সেলেব্রিটিদের মধ্যেকার দ্বন্দ্ব শেষ হওয়ার নয়। সবার মধ্যেই চাপা দ্বন্দ্ব কাজ করে নানান ক্ষেত্রে। তবে কেউ কেউ আবার প্রাণের সহোদরা। তাদের বন্ধুত্ত্ব সকলকে হার মানানোর মতো হয়ে থাকে। তবে সম্প্রতি বলিউডের অন্তর্দ্বন্দ্বের একটি ছবি ফুটে উঠেছে সোশ্যাল মিডিয়ার পাতায়। বলিউডের এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী রাখি সাওয়ান্ত (Rakhi Sawant) ও বলিউডের বর্তমান কুইন কঙ্গনা রানাউতকে (Kangana Ranaut) ঘিরে এই মতদ্বন্দ্বের সৃষ্টি হয়েছে।
সম্প্রতি কঙ্গনা এই বছর সরকারের তরফে আরো অন্যান্য বিশেষ কয়েক তারকাদের মধ্যে অন্যতমা হয়ে পদ্মশ্রী (Padma Shri) পুরস্কার প্রাপ্ত হয়েছেন। এই পুরস্কার পাওয়ার পর তাকে সরকারকে ধন্যবাদ জ্ঞাপন করতেও দেখা গেছে। কিন্তু অভিনেত্রী সোশ্যাল মিডিয়ায় এমন একটি মন্ত্যব্য করেছেন যার দরুন, তাকে বিজেপি সংসদ বরুন গাঁধী চরম বিস্ময় প্রকাশ করে অভিনেত্রীকে বলেছেন ‘এই ধরণের চিন্তাভাবনা কি পাগলামি, নাকি দেশদ্রোহিতা’? তার বিরুদ্ধে মামলাও করা হয়েছে। এবং তাকে পদ্মশ্রী ফিরিয়ে দিতে বলেছেন ক্ষুব্ধ নেটাগরিকরা।
কঙ্গনা মন্তব্য করেছেন যে, ১৯৪৭ সালে যে স্বাধীনতা (Freedom) দেশ আটজন করেছিল তা নাকি ভিক্ষা করে পাওয়া। আসলে এই দেশ স্বাধীন হয়েছে ২০১৪ সালে নরেন্দ্র মোদীর পরিচালনায় সরকার গড়ে ওঠার পর। একজন মামলাকারী বলেছেন, কঙ্গনাকে এই মন্ত্যব্য একটি জাতীয় টিভির পর্দায় স্বাধীনতার ৭৫ তম দিবস উপলক্ষে দেওয়া সাক্ষাৎকারে বলতে শোনা গিয়েছিলো। তিনি মিডিয়ায় এমন এক বেফাঁস মন্তব্য করেছেন যাতে সেলিব্রিটি, নেতা-মন্ত্রী, সাধারণ মানুষ সকলের কাছে সমালোচনার পাত্র হয়ে দাঁড়িয়েছেন।
View this post on Instagram
রাখি সাওয়ান্ত কঙ্গনার এমন মন্ত্যব্য শুনে স্তম্ভিত।তিনি বলেন এই মন্ত্যব্য শোনার পর থেকেই তার রক্তচাপ বেড়ে যায় আর তাকে হাসপাতালে ভর্তি করতে হয়.রাখি কঙ্গনাকে কটাক্ষ করে বলেছেন ‘নরকেও জায়গা হবেনা তোমার’ কঙ্গনার এমন মন্ত্যব্যে ক্ষুব্ধ রাখিও। রাখি সাওয়ান্তকে বলিউডের ড্রামা কুইন আখ্যা দেওয়া হয়েছে। সমালোচনার কেন্দ্রবিন্দুতে কিভাবে থাকতে হয় তা এই অভিনেত্রীর নখদর্পনে। সম্প্রতি কালীপুজো উপলক্ষে রাখি তিলোত্তমা কলকাতায় এসেছিলেন উদ্বোধনের জন্য। তার সেই কলকাতার কালীপুজোর প্যান্ডেল পরিদর্শনের টুকরো টুকরো মুহূর্ত তিনি তার ইনস্টাগ্রাম ওয়াল জুড়ে ছড়িয়ে রেখেছেন। অভিনেত্রীকে কলকাতা ভ্রমণে বেশ খুশি দেখাচ্ছিল।
বলিউডে রাখি সাওয়ান্তের মতোই নিযেকে চর্চার শীর্ষে রাখতে পটু অভিনেত্রী হলেন বলিউডের বর্তমান কুইন কঙ্গনা রানাওয়াত। কঙ্গনা রানাওয়াত বরাবর তার কিছু সাহসী পদক্ষেপ বা বেহিসেবি মন্তব্যের জেরে খবরে শিরোনামে থাকেন। এবার তিনি মিডিয়ায় এমন এক বেফাঁস মন্তব্য করেছেন যাতে সেলিব্রিটি, নেতা-মন্ত্রী, সাধারণ মানুষ সকলের কাছে সমালোচনার পাত্র হয়ে দাঁড়িয়েছেন।