Bollywood Secret: কেউ পেল একশ টাকা, কেউ আবার কোটি! প্রথম ছবির কাজে কত পারিশ্রমিক পেয়েছিলেন এই তারকারা?

প্রত্যুষা সরকার, কলকাতা: বর্তমানে বলিউড ইন্ডাস্ট্রির সব থেকে জনপ্রিয় অভিনেতা তাঁরা। যেমন তেমন না বলিউডের প্রথম সারির অভিনেতা তাঁরা। শুধু ভারত নয় বর্তমানে গোটা বিশ্বের মানুষ কম বেশি চেনেন তাঁদেরকে। আশি নব্বইয়ের দশক থেকেই একের পর এক সুপারহিট ছবি দর্শকদেরকে উপহার দিয়ে চলেছেন শাহরুখ থেকে অমিতাভ। তবে ক্যারিয়ারের শুরুটা মোটেই এত মশ্রিণ ছিল না তাঁদেরই। ইন্ডাস্ট্রিতে অনেক স্ট্রাগেল আজ এই স্থানে পৌঁছেছেন এই অভিনেতারা। তবে জানেন কি ( Bollywood Secret ) ক্যারিয়ারের শুরুতে কত টাকা পারিশ্রমিক পেতেন এই জনপ্রিয় সব অভিনেতারা।

img 20221007 131814

অমিতাভ বচ্চন

এক কথায় বর্তমানে বলিউড ইন্ডাস্ট্রির অভিভাবক হলেন অমিতাভ বচ্চন। আশির দশক থেকে একের পর এক ভাল ছবি তিনি বক্স অফিসকে উপহার দিয়েছেন তিনি। হয়ে উঠেছেন বলিউডের বিগ বি। তবে শুধু আশির দশক নয় বর্তমানে ৭৯ বছর বয়সে এসেও একের পর এক সুপারহিট ছবি উপহার দিয়ে চলেছেন বিগ বি ( Bollywood Secret )। বর্তমানে কোটি কোটি টাকার মালিক তিনি, তবে প্রথম কাজ করে এই অভিনেতাই পেয়েছিলেন মাত্র ৫০০০ টাকা।

img 20221007 131507

শাহরুখ খান

বলিউডের বাদশাহ শাহরুখ খান বর্তমানে অন্যতম একজন ধনী অভিনেতা। তাঁর এক একটি ছবি অতীতে ঝড় তুলেছিল বক্স অফিসে। যদিও বর্তমানে তাঁর ছবি গুলি একের পর এক ফ্লপের তালিকায় পরে যাচ্ছে। তবে শুরুতে সেই সেলেবস্টারের আয় ছিল যৎসামান্য। প্রথম জীবনে বাড়ি ছেড়ে অভিনয় জগতে প্রবেশের পর তাঁর স্ট্রাগল ছিল খুবই কঠিন। টেলিভিশন সিরিয়াল দিয়ে শুরু হয় তাঁর ( Bollywood Secret ) বলিউড জীবন। আপনি জানলে অবাক হবেন প্রথম ছবি করে শাহরুখ খান পেয়েছিলেন মাত্র ৪ লাখ টাকা।

img 20221007 131200

অক্ষয় কুমার

বলিউডের খিলাড়ি কুমার অক্ষয় কুমার। নব্বইয়ের দশক থেকে এখনও একের পর এক সুপারহিট ছবি দিয়ে চলেছেন তিনি। বর্তমানে তাঁর বয়স পঞ্চাশ পার করেছে, তবে তাঁকে দেখে বা তাঁর অভিনয় দেখে এখনও মনে হয় না এত বয়স তাঁর। প্রথম জীবনে তাঁর একের পর এক ছবি ফ্লপ করতে থাকে খিলাড়ি কুমারের। তবে জানেন অক্ষয় কুমার প্রথম ছবি করে আয় ( Bollywood Secert ) করেছিলেন মাত্র ৫০০০ টাকা। যদিও এখন এক একটি ছবি করতে প্রায় ৬০ থেকে ৭০ কোটি টাকা নিয়ে থাকেন তিনি। যদিও বর্তমানে কমেছে তাঁর বক্স অফিসে আয়ের অঙ্ক।

img 20221007 135543
সলমন খান

বলিউডের ভাইজান সলমন খান বর্তমানে এক একটি ছবি করতে প্রায় ৪০ কোটির ও বেশি টাকা নিয়ে থাকেন। নব্বইয়ের দশকের এই অভিনেতা ( Bollywood Secret ) প্রবিণ হলেও এখনও আট থেকে আশি প্রায় সব বয়সেরই মেয়ের বলি ক্রাস তিনি। বর্তমানে ভাইজানের আয় অনেক, তবে প্রথম ছবি করতে তিনি নিয়েছিলেন মাত্র ১১০০০ টাকা।

img 20221007 131634

আমির খান

বলিউডের জনপ্রিয় একজন অভিনেতা আমির খান। লাল সিং চাড্ডা ফ্লপ হওয়ার পর এখন অন্য কি করছেন অভিনেতা তা জানা যায়নি। বর্তমানে কোটি কোটি টাকার মালিক আমির খান একটা সময় বলিউডে নিয়ের পায়ের তলার মাটি শক্ত করতে রীতিমত কষরত ( Bollywood Secret ) করেছিলেন তিনি। প্রথম ছবিতেই তিনি করে মোট আয় করেছিলেন প্রায় ১১ কোটি টাকা।

img 20221007 131257

হৃত্বিক রোশন

বলিউডের ক্রিস হৃত্বিক রোশন। বাবা অভিনেতা ও ডিরেক্টর রাকেশ রোশন। পরিবারেই অভিনয় মিশে থাকাই ইন্ডাস্ট্রিতে ( Bollywood Secret ) তেমন কোনো অসুবিধা হয়নি তাঁর। তবে প্রথম অভিনয়ের আয় জানলে অবাক হবে আপনিও। অনেকেই মনে করেন হৃত্বিক রোশনের প্রথম ছবি কাহো না পেয়ার হ্যায়। তবে এই ছবির আগে, হৃত্বিক প্রথম ছবি করে আয় করেছিলেন রেখার একটি ছবিতে। যেখান থেকে মাত্র ১০০ টাকা পেয়েছিলেন তিনি।




Back to top button