RAJKUMAR RAO WEDS – রাজকুমারের বিয়েতে কেন এলেন না পরিচালক একতা কাপুর, বলি পাড়ায় চাপা গুঞ্জন

অনেকদিন ধরেই বলি পাড়ায় গুঞ্জন উঠেছিল অভিনেতা রাজকুমার রাও(Rajkumar Rao) এবং তার বান্ধবী পত্রলেখার(Patralekha) সম্পর্ক নিয়ে। অবশেষে ১৩ই নভেম্বর বাগদান এবং ১৫ ই নভেম্বর চণ্ডীগড়ের(Chadigarh) একটি বিলাসবহুল স্পা রিসোর্টে বিবাহবন্ধনে হন এই বলিউড জুটি(Celebrity Couple)। ১৩ই নভেম্বর তাদের বাগদানের(Engagement) ভিডিও প্রকাশ্যে আসার পর দর্শক মহলে শুভেচ্ছার বন্যা বয়ে গিয়েছিল, সকলেই অধীর আগ্রহে অপেক্ষা করছিল এই জুটিকে একসঙ্গে ছাদনাতলায় দেখার জন্য। সোমবার প্রথমে প্রকাশ্যে আসে বিয়ের কার্ড এবং তারপরেই বিবাহের ছবি। এই ছবি সকলের সামনে আসতেই ট্রেন্ডিংয়ে(Trending) রাজকুমার রাও এবং পত্রলেখা। বিশেষত সোশ্যাল মিডিয়ায় সবচেয়ে বেশি চর্চার বিষয় পত্রলেখার বিয়ের ওড়না নিয়ে যাতে বাংলায় লেখা ছিল, “আমার পরান ভরা ভালোবাসা আমি তোমায় সমর্পন করলাম।”
রাজকুমার রাও এবং পত্রলেখা’ অভিনীত দুটি সিনেমার মধ্যে প্রথম সিনেমাটি ছিল পরিচালক হানসাল মেহতার ‘সিটিলাইটস'(2014)। তবে সিনেমার শুরুর অনেকদিন আগে থেকেই একে অপরকে চিনতেন এই জুটি। প্রায় ১১ বছরের বন্ধুত্বের সম্পর্ক পরিণতি পেল বিবাহ-বন্ধনে। যদিও বা রাজকুমার রাও একটি সাক্ষাৎকারে(Interview) বলেছিলেন, “অনেকদিন আগে একটি বিজ্ঞাপনে (Advertisement) পত্রলেখাকে প্রথমবার দেখেই ভাল লেগে গিয়েছিল তার। মনে মনে স্থির করেছিলেন, যদি কোনোদিন বিবাহ করেন তবে এই মিষ্টি মেয়েকেই করবেন।”
এক বছর ধরেই তাদের বিবাহ নিয়ে জল্পনা চলছিল সোশ্যাল মিডিয়ায়। জল্পনার অবসান ঘটল শনিবার দুই তারকা পরিবারকেই একসঙ্গে চন্ডিগড়ের উদ্দেশ্যে রওনা হতে দেখে। রাজকীয় বিবাহ অনুষ্ঠান হলেও রাজকুমার এবং পত্রলেখার ইচ্ছেতেই সেদিন অনুষ্ঠানে উপস্থিত ছিল কেবল তাদের পরিবার এবং ঘনিষ্ঠ বন্ধু বান্ধবীরা। বলিউড থেকে উপস্থিত ছিল পরিচালক ফারহা খান ও হিমা কুরেশি। যদিও বা নিমন্ত্রিত ছিল রাজকুমার ও পত্রলেখার আরেক ঘনিষ্ঠ পরিচালক বান্ধবী একতা কাপুর(Ekta Kapoor)-ও। মঙ্গলবার ইনস্টাগ্রামে তার অনুপস্থিতির কারণ জানিয়ে নবদম্পতির উদ্দেশ্যে শুভেচ্ছা বার্তা জানিয়েছেন এই পরিচালক।
আরও পড়ুন…..Duare Ration’- ‘দুয়ারে রেশন’ প্রকল্পে ৪২ হাজারের বেশি কর্মসংস্থান, বড় ঘোষণা মমতার
এই মাসের শুরুর দিকে পদ্মশ্রী পুরস্কার(Padmashree Award) আনতে দিল্লিতে গিয়েছিলেন পরিচালক একতা কাপুর। দিল্লি থেকে ফেরার পর থেকেই টানা দশদিন ধরে পেটের সমস্যায়(Stomach issues) ভুগছেন তিনি। তিনি এই নবদম্পতিকে অভিনন্দন জানিয়ে লেখেন, “… আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না আমি ঠিক কতটা খুশি। রাজ এবং পত্র তোমাদেরকে দেখে আমি ভালোবাসায় বিশ্বাস করতে পারি। রাজ যখন আমার সামনে পত্রর কথা বলে আমার মনে হয় ভালোবাসা, সুখ এবং যত্ন পৃথিবীতে কখনোই ক্ষণস্থায়ী নয়। তোমাদের দু’জনকে শুভেচ্ছা।” রাজকুমার রাও এবং পত্রলেখা তাদের নিজ নিজ সোশ্যাল অ্যাকাউন্টে বিবাহের ছবি পোস্ট করার সাথে সাথেই কমেন্ট বক্সে ভরে গিয়েছে শুভেচ্ছাবার্তা। প্রিয়াঙ্কা চোপড়া, তাপসী পান্নু ও আথিয়া শেট্টি সহ ইন্ডাস্ট্রির অনেকেই।