Bollywood: কাজল থেকে রানি, বঙ্গ ছেড়েও মন ভোলেনি দুর্গা পুজো! উৎসবের আনন্দে মেতে উঠলেন এই বলি তারকারা

জয়ীতা সাহা, কলকাতা: দেখতে দেখতে কেটে গেল পুজোর পাঁচ দিন। আবারও ৩৬৫ দিন গোনা শুরু। নতুন নতুন সাজে বেশ কেটেছে পুজো সেলিব্রিটিদেরও। তবে দুর্গা পুজোতে টলিউডের সেলেবরা যেমন নতুন নতুন লুকে সেজে ওঠেন তেমনটা জমকালো সাজে সেজে উঠতে পারেন না বলি তারকারা। তবে কলকাতার পুজোর সঙ্গে মুম্বাইয়ের পুজোর তুলনা না হলেও একেবারে ছোট নয় মুম্বাইয়ের মুখোপাধ্যায় বাড়ির পুজো। সাধারণ থেকে বলি তারকা একযোগে মেতে ওঠেন এই মুখোপাধ্যায় বাড়ির পুজোতে। কাজল, রানি মুখোপাধ্যায়, তনুজা, তনিশা মুখোপাধ্যায় সকলেই পুজোর পাঁচদিন মেতে ওঠেন এই মুখোপাধ্যায় বাড়ির পুজোতে। প্রবাসী বাঙালি সহ অবাঙালির মেল বন্ধন ঘটে।
দুর্গা পুজোয় কোন তারকা কেমন সাজছেন সেটা খুব চর্চায় থাকে নেটিজেনদের। অনেকেই সেলিব্রিটিদের সাজে সেজে উঠতে পছন্দ করেন। তবে টলিপাড়ার তারকাদের থেকে এই সাজে খানিক পিছিয়ে থাকেন বলি তারকারা। মুম্বাইতে মুখোপাধ্যায় বাড়ির পুজোতে কাজল সহ অন্যান্য বলি তারকারা কেমন সেজেছিলেন চলুন জেনে নেওয়া যাক। প্রথমেই আসা যাক অভিনেত্রী রানি মুখোপাধ্যায়ের সাজে-
এবারের পুজোতে অভিনেত্রী রানি মুখোপাধ্যায়ের খুব বেশি জমকালো সাজে নয় বরং বাঙালি সাজেই সেজেছিলেন। পুজোর একদিন তিনি সোনালী রঙের শাড়ির সঙ্গে দক্ষিণী টেম্পল ডিজাইনের গয়না পড়েছিলেন। পুজোর আরেকদিন তাঁকে সবুজ-নীল কম্বিনেশনের ব্যোমকাই শাড়ির সঙ্গে খোঁপায় জুঁই ফুলের মালা এবং গায়ে রূপোর গয়নায় দেখা গিয়েছে। হাতে এক গুচ্ছ রূপোর চুড়ি থাকলেও ভোলেননি বাঙালির ঐতিহ্যবাহী শাঁখা-পলা পরতে।
View this post on Instagram
কাজল:
অভিনেত্রী কাজল এবারের পুজোয় বেশ জম্পেশ সাজে সেজেছিলেন। কখনও পিচ রঙের কখনও বা মাস্টার্ড রঙের সিল্কের শাড়িতে দেখা গিয়েছে তাঁকে। এই সুন্দর শাড়ির সঙ্গে তাঁর খোঁপায় নানান ডিজাইনের ঝুমকোর সাজ ছিল চোখে পড়ার মতো। অভিনেত্রী এই জম্পেশ সাজের মধ্যে কেশসজ্জা সবচেয়ে বেশি নজড় কাড়ছিল দর্শনার্থীদের।
View this post on Instagram
রণবীর কাপুর:
অন্যবারের তুলনায় রণবীর কাপুরকে একটু বেশি পরিমাণে মন্ডপে দেখা গিয়েছিল। সদ্য মুক্তি পেয়েছে তাঁর ছবি ব্রক্ষাস্ত্র বক্স অফিসে বেশ সাফল্য পেয়েছে ছবিটি। সেই সুবাদেই বন্ধু অয়ন মুখোপাধ্যায়ের সঙ্গে একটু বেশিই ঘনিষ্ঠ হয়েছে বন্ধুত্ব। মুখোপাধ্যায় বাড়ির পুজোতে অভিনেতা রণবীরকে দেখা গিয়েছে একটি সাদা পায়জামা-পাঞ্জাবিতে সঙ্গে হালকা নীল রঙের কাজ করা ওয়েস্টকোট। পুজো মন্ডপে সকলের সঙ্গে আড্ডায় মেতে ছিলেন রণবীর।