Rudrajit-Pramita: লাখ টাকা থেকে শপিং মল নয়! গরিয়াহাটে দরদাম করেই পুজোর কেনাকাটা করতে ভালোবাসেন প্রমিতা

জয়ীতা সাহা, কলকাতা: গতবছর ১৪ ফেব্রুয়ারি অর্থাৎ ভ্যালেন্টাইন্স ডে-র দিন গাঁটছড়া বেঁধেছিলেন টলিপাড়ার এই জুটি। অফস্ত্রিন নয় অনস্ত্রিন গাঁটছড়া বেঁধেছিলেন তাঁরা। বর্তমানে রিয়েল লাইফের প্রিয় বিবাহিত জুটি বলতে একেবারে প্রথম সারিতেই উঠে আসে তাঁদের নাম। তাঁরা হলেন টলি অভিনেতা রুদ্রজিৎ মুখার্জী এবং টলি অভিনেত্রী প্রমিতা চক্রবর্তী। যদিও দু’জনেই এখন কাজ নিয়ে ভীষণ ব্যস্ত কিন্তু তার মধ্যেও পুজোর কেনাকাটা করা চাই। কোনও বড় দোকান থেকে নয়, তাঁদের পুজোর শপিং-র গল্প শুনলে অবাক হবেন আপনিও।
অভিনেতাদের শপিং মানেই বড় শপিং মল, দামি দামি জিনিসপত্র তবে রুদ্রজিৎ এবং প্রমিতার ক্ষেত্রে শপিং-এ দেখা গেল এক উল্টো চিত্র। এক সময় জি বাংলার প্রতিষ্ঠাদের রাশি-র সম্প্রচারের মাধ্যমে আত্মপ্রকাশ-এ চলি-প্রমিতা চক্রবর্তী পরবর্তী সাত ভাইম্পা, বধূবরণ, অভিজ্ঞতার মতোই মন কেড়েছেন দর্শক। অপর দিকে অভিনেতা রুদ্রজিৎ ও বিজয়ীনি, সাত ভাই চম্পা, দুর্গা, পটল কুমার গানওয়ালা, জীবন সাথী-র মতন আনন্দের আনন্দে মন দিয়ে দর্শক মাতিয়েছেন। রাতদিন শ্যুটিং এ ব্যস্ত থাকেন। অধিকাংশ সেলিব্রিটিদের কেনাকাটা প্রায় শেষ।বর্তমানে এই জনপ্রিয় জুটি কাজের ফাঁকে একটু সময় বের করে নিয়েছেন নিজেদের পুজোর কেনাকাটার জন্য। সকাল বেলা বাড়িতে গণেশ পুজো সেরে বেড়িয়ে পড়েন কেনাকাটা করতে। গণেশ চতুর্থীর পুজোর দিনই ভাইরাল হল এই দম্পতির ভিডিও। সম্প্রতি নেটমাধ্যমে ছড়িয়ে পড়া ওই ভিডিওতে দেখা যাচ্ছে দম্পতি কোনও বড় শপিং মলে নয় গড়িয়া হাটে রীতিমতো দরদাম করে জিনিসপত্র কিনছেন। সেলিব্রিটি দম্পতি পুজোর কেনাকাটা করছেন তাও আবার দরদাম করে গড়িয়া হাট থেকে! দেখেই চক্ষু চড়কগাছ হয়েছে অনুগামীদের। তবে লক্ষ লক্ষ টাকা থাকলেই যে তা ব্যায় করতে হবে তা একেবারেই নয়। সেলিব্রিটি জুটির এই সাধারণ জীবন যাপন মন কেড়েছে নেটিজেনদের। পুজোর মুহূর্তে তাঁদের থেকে আর কী কী চমক অপেক্ষা করছে তা সময়ই বলতে পারবে।