TRP Rating: টিআরপি’তে শীর্ষে ‛গৌরী এল’! কীভাবে তৈরি হচ্ছে তালিকা, মিঠাইকে হারাতে নেই তো ষড়যন্ত্র?

জয়ীতা সাহা, কলকাতা: প্রতি সপ্তাহে বৃহস্পতিবার মানেই ভবিষ্যত ভাগ্য নির্ধারণ করা হবে মেগা সিরিয়াল গুলির। আপনার অজান্তেই আপনার উপর নজর রাখছে অন্য কেউ। আপনি কখন কি দেখছেন টিভিতে। কত সময় ধরে দেখছেন কোনও কিছুই নজর এড়াচ্ছেনা তার। কিন্তু কি করে সম্ভব। টিভি নাকি মানুষের উপর নজর রাখে! কি অদ্ভুত কথা বলুন?জানেন কি কেমন করে সম্ভব হচ্ছে এসব? হ্যাঁ আজ এ বিষয় নিয়েই জানাব আপনাদের।

বর্তমানে টিভি ধারাবাহিক গুলির ভবিষ্যত নির্ধারণ হয় টিআরপি-র উপর নির্ভর করে। অর্থাৎ টিআরপি-তে কে সবচেয়ে এগিয়ে বা পিছিয়ে সেটির উপর নির্ভর করে ধারাবাহিকটি আর কতদিন চলবে। সম্প্রতি এ বিষয়ে নানান কৌশল অবলম্বন করে চলেছেন নির্মাতারা। টিআরপি রেটিং-এ সবার উপরে থাকতে এক ধারাবাহিকে বারংবার বিয়ের দৃশ্য দেখানও হয়‌। এছাড়া একজনের বর নিয়ে অন্য জনের টানাটানি, শাশুড়ি বউমার বিবাদ, গ্ৰামের মেয়ের সঙ্গে শহরের ছেলের বিয়ে দিলে যেন সে ধন্য হয়ে যাচ্ছে এসব বিতর্কিত দৃশ্য দেখানও হচ্ছে।আসলে মানুষ এখন এসব বিতর্কিত দৃশ্য দেখতেই বেশি পছন্দ করেন। img 20220904 173953আর বিয়ের দৃশ্য তা দেখালে তো আরও উৎসাহিত হন তাঁরা। সে কারণেই এসব কৌশল। তবে এই টিআরপি রেটিং মাপা হয় কি দিয়ে? প্রথমত এই টিআরপি-র পুরো কথা হল- টেলিভিশন রেটিং পয়েন্ট। এই টিআরপি রিপোর্ট তৈরি করে- ব্রডকাস্ট অডিয়েন্স রিসার্চ কাউন্সিল ইন্ডিয়া। এর কাজ হল প্রতি সপ্তাহে বাংলা ধারাবাহিক গুলির রিপোর্ট তৈরি করা। এটিকে সংক্ষেপে বিএআরসি-ও বলা হয়ে থাকে। আপনি কোন চ্যানেলে কোন ধারাবাহিক বেশি সময় ধরে দেখছেন তা মাপার জন্য টিভির মধ্যে একটি যন্ত্র বসানও থাকে, যাকে বলে পিপলস মিটার। আগে প্রতিটি বাড়ির প্রতিটি টিভিতে এই যন্ত্র বসানও থাকত। তবে বর্তমানে প্রতি এক হাজার বাড়ির একটি সেটটপ বক্সে এটি সেট করা থাকে।কী দারুণ বিষয় বলুন আপনি টিভিতে কী দেখছেন তাও নজর রাখছে এই ছোট্ট যন্ত্রটি।




Back to top button