Koel Mallick: হালকা সাজে একেবারে আভিজাত্যের ছোঁয়া, পরিবারকে নিয়ে কেমন কাটছে কোয়েল মল্লিকের এবারের পুজো

প্রত্যুষা সরকার, কলকাতা: শুরু হয়ে গেছে পুজো। চারিদিকে ঢাকের আওয়াজ আর পুজো পুজো গন্ধ। পুজো শুরু হতে না হতেই আজ অষ্টমী। আর এই পুজোতেই প্রতিবারের মতো এবারও জমজমাট মল্লিক বাড়ির দুর্গাপুজো। ষষ্ঠী থেকেই মা দীপা মল্লিক, বাবা রঞ্জিত মল্লিক এবং স্বামী নিসপাল সিং রানের সঙ্গে খোশমেজাজে পুজোর আড্ডা দিতে দেখা যাচ্ছে অভিনেত্রী কোয়েল মল্লিককে ( Koel Mallick )। সপ্তমীর পুজোয় একেবারে ঘরের মেয়ের মতোই সব কিছু সামলে রাখছেন নায়িকা। কেমন কাটছে তাঁর পুজো।
প্রসঙ্গত, শহর তিলোত্তমার অভিজাত পরিবারের পুজোগুলোর মধ্যে মল্লিকবাড়ির পুজো নিঃসন্দেহে অন্যতম। স্বাভাবিকভাবেই ভবানীপুরের এই মল্লিক বাড়ির পুজোয় নজর থাকে সবার। অভিনেতা রঞ্জিত মল্লিকের (Ranjit Mallick) তত্ত্বাবধানেই এই পুজো হয়ে থাকে। পাশাপাশি মেয়ে অভিনেত্রী কোয়েল মল্লিকও (Koel Mallick) তাঁর তারকাসুলভ আচরণ পরিত্যাগ করে একেবারে ঘরোয়া মেয়ের মতো কোমর বেঁধে পুজোর কাজে হাত লাগান। এবারও তার অন্যথা হল না। মল্লিক বাড়ির পুজোর একাধিক ছবি ও ভিডিয়ো তাঁর সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন অভিনেত্রী কোয়েল মল্লিক।
কখনও পরনে তাঁর হালকা গোলাপি রঙের শাড়ি। আবার কখনও বাসন্তি রঙে সেজে উঠেছেন নায়িকা। খোলা চুল, সিঁথিতে চওড়া সিঁদুর। মেকআপের কোনওরকম লেশমাত্র নেই ( Koel Mallick )। সাদামাটা অথচ সাজে আভিজাত্যের ছোঁয়া। তাতেই এবারে মোহময়ী কোয়েল মল্লিক। শুধু কোয়েল নন সেজে উঠেছে তাঁর ছোট্ট ছেলে কাবির। সাদা পাঞ্জাবী পরে দাদু রঞ্জিত মল্লিকের সঙ্গে কাঁসর বাজাতে ব্যস্ত।
View this post on Instagram
বাড়ির সকলের সঙ্গে পুজোর জোগাড়ে একেবারে সাধারণ ভাবে কাজে হাত লাগাচ্ছেন কোয়েল। আবার কখনও বা সপ্তমী পুজোয় শঙ্খ বাজাতে দেখা গেল কোয়েলকে। বাবা রঞ্জিত মল্লিকও বাড়ির পুজোয় শশব্যস্ত। শ্বশুরবাড়িতে আদ্যপান্ত ট্র্যাডিশনাল লুকে দেখা গেল কোয়েলের ( Koel Mallick ) স্বামী তথা প্রযোজক নিসপাল সিং রানেকেও।
View this post on Instagram
সেই ছোট থেকেই দুর্গাপুজোটা ভীষণ স্পেশ্যাল কোয়েল মল্লিকের ( Koel Mallick ) কাছে। কারণ, পুজোর একমাস আগে থেকেই মল্লিকবাড়িজুড়ে শুরু হয়ে যায় হই-হই। বাড়ির চারিদিকে একেবারে সাজো সাজো রব লেগে থাকে। পরিবারের সকলে মিলে আড্ডা, পুজোর আয়োজন করা থেকে শুরু করে জমিয়ে খাওয়াদাওয়া সব হয়। আর ঠিক এবারও তাই। সপরিবারে সকলে সকাল সকাল গিয়ে হাজির হচ্ছেন ভবানীপুরের বাড়িতে। শারদীয়ার শুভেচ্ছা জানিয়ে ভক্তদের উদ্যেশ্যে বার্তাও দিয়েছেন নায়িকা।