Anindya Chattarjee: একেবারে ‛গরিবের রণবীর’! গামছার তৈরি জামা-কাপড় পরে নেটপাড়ায় ট্রোলের মুখে অনিন্দ্য

জয়ীতা সাহা, কলকাতা: পুজো মানেই সোশ্যাল মিডিয়ায় নতুন নতুন লুকে নিজেকে নতুন রূপে তুলে ধরা। আর এই নতুন লুকে প্রথম সারিতে যাঁরা থাকেন তাঁরা হলেন অভিনেতা, অভিনেত্রীরা। পুজোয় কেমন সাজবেন বুঝতে পারছেন না? চিন্তা কি আছে তো সেলিব্রিটিদের নতুন নতুন লুক। তবে হ্যাঁ, সবসময় যে সেলিব্রিটিদের নতুন নতুন লুক খুব প্রশংসার হয় তা নয় অনেক সময় তা চরম ট্রোলের শিকার হয়। ঠিক এমনই এক নতুন লুকে ট্রোলের শিকার হয়েছেন অভিনেতা অনিন্দ্য চ্যাটার্জী।

একসময় অন্ধকারে হারিয়ে যেতে বসেছিলেন তিনি। চরম নেশা তাঁর জীবনে ডেকে নিয়ে এসেছিল এই অন্ধকার তবে ঘুরে দাঁড়িয়েছেন তিনি। ফিরছেন জীবনের মূল শ্রোতে। অনিন্দ্যের জীবনের এই গল্প তিনি নিজেই সোশ্যাল মিডিয়ায় বারংবার শেয়ার করেছেন, যাতে জীবনের অতল অন্ধকারে হারিয়ে যাওয়া মানুষ তাঁদের জীবনের মূল শ্রোতে ফিরতে পারেন। বর্তমানে তাঁকে দেখা যায় একেবারে অনস্ক্রিন প্রথম সারির অভিনেতাদের মধ্যে। সিরিয়াল তো অবশ্যই বিভিন্ন সিনেমা সহ ওয়েব সিরিজে দেখা যায় তাঁকে। স্টার জলসার অন্যতম ধারাবাহিক ‘গাঁটছড়া’ ধারাবাহিকে অভিনেত্রী শ্রীমা ভট্টাচার্য্যের বিপরীতে দেখা যায় তাঁকে। ধারাবাহিকটি টিআরপি লিস্টে প্রথম দিকের সারিতেই রয়েছে। সিংহ রায় পরিবারে তিন ছেলের সঙ্গে তিন বউয়ের জুটিতে বেশ মজেছেন দর্শকদের।img 20221002 133618অভিনেতা অনিন্দ্য ধারাবাহিকটিতে খল নায়কের চরিত্রে অভিনয় করে বেশ মন কেড়েছেন দর্শকদের। তবে এবার অভিনেতাকে দেখা গিয়েছে এক অন্য লুকে। সোশ্যাল মিডিয়ায় অভিনেতা নিজে সেই নতুন লুকের ছবিটি শেয়ার করেছেন। ছবিটিতে দেখা যাচ্ছে গামছা প্রিন্টের বেগুনী, রানির কম্বিনেশনে শার্ট এবং ধুতি পরে রয়েছেন তিনি। হাতে স্মার্ট ঘড়ি এবং চোখে রোদ চশমা। তাঁর এই গামছা চেকের পোশাক নিয়ে নেটপাড়ায় শুরু হয়েছে ট্রোল। অবশ্য কেউ কেউ আবার প্রশংসাও করেছেন। কেউ লিখেছেন, ‘এ তো পুরো গরীবের রণবীর’, কেউ লিখেছেন,’ তাই ভাবি বাড়ির গামছাটা গেল কই’, আবার কেউ প্রশংসা করে লিখেছেন ‘রকিং দ্যা আউটফিট’ সবমিলিয়ে তাঁর এই ছবি নিয়ে খিল্লি, প্রশংসায় পঞ্চমুখ হল নেটপাড়া।

 

 




Back to top button