Gaatchora: সিঁথিতে সিঁদুর, গা ভর্তি গয়না,যেন সাক্ষাৎ মা লক্ষ্মী! সাবেকি সাজে বনিকে দেখে মুগ্ধ নেটপাড়া

বাংলা ধারাবাহিকের দুনিয়ায় সেরার সেরা ধারাবাহিক বলতে এখন সকলের মুখে একটাই নাম, ‘গাঁটছড়া’ ( Gaatchora ) । শুরু থেকে এখনও পর্যন্ত এই ধারাবাহিকের জনপ্রিয়তা বিন্দুমাত্র কমেনি। প্রতিবারই ধারাবাহিকে এসেছে নতুন চমক, যা দর্শকদের উত্তেজনা আরও দ্বিগুণ করেছে। ধারাবাহিকের মূল আকর্ষণই হল ভট্টাচার্য বাড়ির মেয়েরা। রিল লাইফের সঙ্গে বাস্তবেও অনেক জনপ্রিয় এই ভট্টাচার্য বাড়ির মেয়েরা। ইতিমধ্যে খড়ি, দ্যুতির মতো ছোট বোন বনি ওরফে অনুষ্কা গোস্বামীর ( Anushka Goswami ) জনপ্রিয়তাও আকাশ ছুঁয়েছে।
ভট্টাচার্য বাড়ির ছোট মেয়ে বনি অর্থাৎ অনুষ্কা গোস্বামী সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয়। প্রায় প্রতিদিনই বিভিন্ন ছবি এবং রিলের মাধ্যমে অনুরাগীদের মনোরঞ্জন করে থাকেন এই অভিনেত্রী। এই কারণে বনির ভক্ত সংখ্যার কোনও অভাব নেই। ধারাবাহিকে আমরা বনিকে ‘টম বয়’ সাজেই দেখতে অভ্যস্ত। কিন্তু পর্দায় এবং পর্দার বাইরে যে এই অভিনেত্রী একেবারেই আলাদা, তা তাঁর সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলেই দেখতে পাওয়া যায়।
View this post on Instagram
সোশ্যাল মিডিয়ায় বনি অর্থাৎ অনুষ্কাকে দেখে প্রায়ই অভিনেত্রীর প্রেমে পড়ে যায় তাঁর ভক্তরা। এদিন অনুষ্কার ইনস্টাগ্রামে একটি ভিডিও মেলে, যেখানে সাবেকি সাজে ধরা দেন তিনি। বনি অর্থাৎ অনুষ্কার পরনে ছিল গাঢ় গোলাপি রঙের একটি বেনারসি এছাড়াও ছিল গা ভর্তি গয়না এবং সিঁথিতে সিঁদুর। মুখে এক গাল হাসি দিয়েই এদিন অনুরাগীদের মন কেড়েছেন তিনি। ধারাবাহিকের বনিকে এরকম সাবেকি সাজে দেখে মুগ্ধ হয়ে গিয়েছে তাঁর ভক্তরা।
‘টম বয়’এর সাজ ছেড়ে নতুন রূপে বনিকে এভাবে দেখা যাবে তা আশা করেনি তাঁর অনুরাগীরা। আর তাই ভিডিয়ো পোস্ট হওয়ার পর থেকেই প্রশংসায় পঞ্চমুখ হয়েছে নেটিজেনরা। একজন ব্যবহারকারী লিখেছেন, “সাক্ষাৎ মা লক্ষ্মী”। অপর একজন ব্যবহারকারী লিখেছেন,“ধারাবাহিকেও এই সাজে দেখতে চাই বনিকে”। এই সকল মন্তব্য থেকেই বোঝা যায় যে, অনুরাগীদের বনির সাবেকি সাজই বেশি পছন্দের।