Gaatchora: এক সুতোয় বাঁধা সিংহ রায়-ভট্টাচার্য পরিবার, কিয়ারার ষড়যন্ত্রকে মাত খড়ি-ঋদ্ধির প্রেম

দর্শকদের থেকে বাংলার সেরার সেরা ধারাবাহিকের খেতাব জয় করেছে ‘গাঁটছড়া’ ( Gaatchora ) ধারাবাহিকটি। শুরু থেকে এখনও পর্যন্ত দর্শকদের মনোরঞ্জনে কোনও ত্রুটি রাখেনি এই ধারাবাহিক। সময়ের সঙ্গে সঙ্গে ধারাবাহিকে এসেছে বহু নতুন চমক। বহু ঝড় ঝাপটা পেরিয়ে কাছাকাছি এসেছে খড়ি-ঋদ্ধি। তবে খড়ি-ঋদ্ধির সুখের উপরই নজর রয়েছে শত্রুপক্ষের।

‘গাঁটছড়া’র চলতি পর্বগুলিতে আমরা দেখেছি যে কীভাবে কিয়ারা ঋদ্ধি এবং খড়ির মধ্যে দ্যুতিকে এনে দূরত্ব সৃষ্টি করার চেষ্টা করেছে। তবে খড়ির মনে ঋদ্ধির প্রতি বিশ্বাস একবিন্দুও কমেনি। ইতিমধ্যেই আমরা দেখেছি যে খড়ির মুখে হাসি ফোটাতে ঋদ্ধি আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। শুধু তাই নয়, খড়িকে খুশি করতে ভট্টাচার্য বাড়িতেই মহা ধুমধামে দুর্গাপুজোর আয়োজন করেছে ঋদ্ধি।

img 20221007 151641

প্রসঙ্গত, ভট্টাচার্য বাড়িতে নাকি পূর্বে অনেক বড় করে দুর্গা পূজার আয়োজন করা হত। তবে খড়ির জেঠু মারা যাওয়ার পর ভট্টাচার্য পরিবারে দুর্গাপূজাও বন্ধ হয়ে যায়। নিজের স্ত্রী খড়ির মুখ থেকে একথা শোনার পরই ঋদ্ধিমান স্থির করে নেয় যে স্ত্রীকে এবার পুজোতে বড় চমক দেবে। ওইদিকে খড়িকে চমকে দেওয়ার পরিকল্পনার সামিল হয় ঋদ্ধির দুই শালিকা বনি এবং দ্যুতি। পরিকল্পনা মাফিক কাজও শুরু হয়ে যায়। এদিকে এই পরিকল্পনার সম্বন্ধে জানতে পেরে যায় খড়ি, তাই ঋদ্ধি এবং দ্যুতির সম্পর্ক নিয়ে কোনপ্রকার সন্দেহ করে না সে।

সকলকে চমকে দিয়ে ভট্টাচার্য বাড়িতে হাজির হয় গোটা সিংহ রায় পরিবার। হাসি গানে মজার আসর বসে সেখানে। রাহুল হাজতে যাওয়ার পর খড়ি এবং ঋদ্ধির মধ্যে ফাটল ধরানোর অনেক চেষ্টা করে কিয়ারা। কিন্তু তার পরিকল্পনা শেষমেষ সফল হয় না। বহু বাধা-বিপত্তি পেরিয়ে সিংহ রায় পরিবার এবং ভট্টাচার্য পরিবার জুড়ে এখন উপচে পড়েছে খুশির জোয়ার। কিন্তু তাদের এই খুশি কি আদৌ কি টেকসই হবে? নাকি ধারাবাহিকে আবারও আগমন হবে কোনও নতুন শত্রুর! তা জানতে হলে অবশ্যই চোখ রাখতে হবে ‘গাঁটছড়া’র পর্দায়।




Back to top button