Bollywood Box office record এই আট ছবির প্রথম সপ্তাহেই বক্স অফিস রেকর্ড জানলে চমকে যাবেন

হৃত্বিক রোশন(Hrittik Roshan) থেকে সলমন খান(Salman Khan), শাহরুখ থেকে আমির, বক্সঅফিসে(box-office)কে কতটা এগিয়ে তার লড়াই চলতেই থাকে। বলিউডের এই সুপারস্টারদের(bollywood superstars) ছবি মুক্তির অনেক আগে থেকেই ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করে ফার্স্ট ডে ফার্স্ট শো(first day first show) দেখার। যথারীতি ছবি মুক্তির সঙ্গে সঙ্গেই প্রথম সপ্তাহেই নির্ধারিত হয়ে যায় ছবির ভাগ‍্য। ছবি হিট(hit) করার জন‍্য তারকা ম‍্যাজিক যেমন খুব গুরুত্বপূর্ণ একটা ফ‍্যাক্টর(factor) তেমনই ছবির গল্পও ছবির ভাগ্য নির্ধারণ করে। এখন তেমনই আটটি বলিউড ছবির কথা জেনে নেওয়া যাক যেগুলি মুক্তির সঙ্গে সঙ্গেই বক্স অফিস কালেকশনে(box office collection) তৈরী হয়েছে নয়া রেকর্ড(record)।

ওয়ার(war)

8 bollywood movie's record First week box office collection
War

হৃত্বিক রোশন, টাইগার শ্রফ এবং বাণী কাপুর অভিনীত ওয়ার(war) ছবিটি প্রথম সপ্তাহে বক্স অফিস কালেকশনের দৌড়ে সবচেয়ে আগে এগিয়ে থাকবে। ২০১৯ এর ২ অক্টোবর মুক্তি পাওয়া এই ছবিটির প্রথম সপ্তাহে বক্স অফিস কালেকশন ছিল ২৩৮.৩৫ কোটি টাকা ভারতীয় মুদ্রায় যা এখনও পর্যন্ত সর্বশ্রেষ্ঠ রেকর্ড। মূলত হৃত্বিক রোশন এবং টাইগার শ্রফ দুজন অত‍্যন্ত শক্তিশালী অভিনেতার সরাসরি টক্কর এবং দুর্দান্ত অ্যাকশন থ্রিলার(action thriller) ছিল এই ছবির ইউএসপি(USP)।

সুলতান(Sultan)

8 bollywood movie's record First week box office collection
Sultan

বক্সঅফিস কালেকশনের দৌড়ে সবচেয়ে এগিয়ে থাকা অভিনেতার নাম যদি জিজ্ঞেস করা হয় তবে নিঃসন্দেহে উত্তর হবে সলমন খান। ২০১৬ সালে তার মুক্তিপ্রাপ্ত সুলতান ছবিটি প্রথম সপ্তাহেই ব‍্যবসা করেছিল ২০৮.০২ কোটি টাকা যা সেইসময়ে রেকর্ড ছিল। অনুষ্কা শর্মার সঙ্গে এক কুস্তিগিরের জীবন অবলম্বনে এই ছবিটি যথেষ্ট পছন্দ করেছিলেন দর্শকরা।

টাইগার জিন্দা হ‍্যায়(Tiger Zinda hai)

8 bollywood movie's record First week box office collection
Tiger Zinda Hai

২০১৭ সালের বাইশে ডিসেম্বর আবারও প্রথম সপ্তাহে বক্স অফিস কালেকশনের তালিকায় অন‍্যতম নাম ছিল সলমন খানের। প্রাক্তন প্রেমিকা ক‍্যাটরিনা কাইফের সঙ্গে সলমন খানের রসায়ন(chemistry) বরাবরই পছন্দ করেন দর্শকরা। সুতরাং ভাইজান ও ক‍্যাটরিনা অভিনীত এই ছবি যে হিট হবেই সে নিয়ে কোন সন্দেহের অবকাশ ছিল না।

সঞ্জু(Sanju)

8 bollywood movie's record First week box office collection
Sanju

বহুদিন পর বক্স অফিসে সাফল‍্যের মুখ দেখেছিলেন রণবীর কাপুর  সঞ্জয় দত্তের জীবনী অবলম্বনে নির্মিত সঞ্জু সিনেমায়। ২০১৮ র ২৯শে জুন ছবিটি মুক্তি পাবার এক সপ্তাহের মধ‍্যেই বক্স অফিস কালেকশন দাঁড়িয়েছিল ২০২.৫১ কোটি টাকা। অনুষ্কা শর্মা এবং ভিকি কৌশলও নজর কেড়েছিলেন এই সিনেমায়।

দঙ্গল(Dangal)

8 bollywood movie's record First week box office collection
Dangal

২০১৬ সালে ভারতের অন‍্যতম বিখ‍্যাত কুস্তিগীর পরিবার ফোগট পরিবারকে কেন্দ্র করে বানানো ছবি দঙ্গল এ অভিনয় করে নজর কেড়েছিলেন আমির খান। ছবিটি মুক্তির আগেই ট্রেলারে(trailer) যথেষ্ট জনপ্রিয়তা লাভ করেছিল। সুতরাং মুক্তির পর প্রথম সপ্তাহে প্রত‍্যাশিত ভাবেই ১৯৭.৫৭ কোটি টাকার ব‍্যবসা করেছিল ছবিটি।

ধুম ৩(Dhoom 3)

8 bollywood movie's record First week box office collection
Dhoom 3

আমির খান এবং ক‍্যাটরিনা কাইফ অভিনীত ধুম ফ্র‍্যাঞ্চাইজির তৃতীয় ছবিটিও প্রথম দুটির মতোই যথেষ্ট সফল ভাবেই পেরিয়েছিল বক্স অফিস বৈতরণী। ২০১৩র ২০শে ডিসেম্বর মুক্তি পাবার পর প্রথম সপ্তাহেই ছবিটি প্রায় ১৮৯ কোটি টাকার ব‍্যবসা করেছিল।

বজরঙ্গি ভাইজান(Bajrangi Bhaijaan)

8 bollywood movie's record First week box office collection
Bajrangi Bhaijaan

সলমন খানের গোটা ফিল্মি কেরিয়ারে অন‍্যতম আলোচিত ছবি নিঃসন্দেহে বজরঙ্গি ভাইজান। ২০১৫ সালের ১৭ই জুলাই মুক্তিপ্রাপ্ত এই ছবিটির প্রথম সপ্তাহেই বক্স অফিস কালেকশন ছিল ১৮৪.৬২ কোটি টাকা। করিণা কাপুর খানের সঙ্গে এই ছবিতে হরশালি মালহোত্রা নামের শিশু অভিনেত্রীও মুগ্ধ করেছিল দর্শককে।

পিকে(PK)

8 bollywood movie's record First week box office collection
PK

মিস্টার পারফেকশনিস্ট আমির খানের প্রতিটি ছবিই ভিন্নভাবে ভাবায় দর্শককে। তেমনই একটি ছবি পিকে তে অভিনয় করে দর্শকমহলে সাড়া ফেলেছিলেন আমির খান। তবে এই ছবির পোস্টার(poster) ছবি মুক্তির আগেই বিস্মিত করেছিল দর্শককে। স্বাভাবিকভাবেই ছবি মুক্তির এক সপ্তাহের মধ‍্যেই ১৮৩ কোটি টাকার ব‍্যবসা করে ফেলে অনুষ্কা শর্মা আমির খান এবং সুশান্ত সিং রাজপুত অভিনীত এই ছবিটি।




Back to top button