Tania Kar: ‘উমা’ এখন অতীত, নতুন রূপে ছো়ট পর্দায় ফিরছেন ‘করুণাময়ী রানি রাসমণি’ খ্যাত অভিনেত্রী তানিয়া

বিয়ে-সংসার-সন্তানের বাইরে কর্মজগতে নিজের দক্ষতাকে প্রমাণ করেছেন এমন অভিনেত্রীর সংখ্যা গুটিকয়েক। বিবাহের পর অনেকেই কর্মজীবনে ছেদ টানেন। দীর্ঘ বিরতির পর হয়তো হারিয়েই যান। কিন্তু কাজের জগতে নিজেকে সর্বদা ব্যস্ত রেখেছেন টেলি অভিনেত্রী তানিয়া কর। ‘উমা’ ধারাবাহিক শেষ হতে না হতেই নতুন ধারাবাহিকে নাম লেখালেন অভিনেত্রী। কালই এসেছে স্টারের পর্দায় নতুন প্রোমো । তোমায় আমায় মিলের সিক্যুয়েল ২ বলে ধরা হলেও, আসলে ধারাবাহিকের নাম ‘হরগৌরি স্পাইস হোটেল’। মুখ্য অভিনেতা অভিনেত্রী রাহুল মজুমদার ও নবাগতা শুভস্মিতার পাশাপাশি বেশ একটি বড়ো চরিত্রে রয়েছেন তানিয়া। সম্ভবত নায়িকার দিদির চরিত্রে অভিনয় করবেন তিনি। যদিও এখন থেকেই নির্দিষ্ট করে কিছু বলা যাচ্ছে না।

উমা ধারাবাহিকের চরিত্রটির আলাদা কোনও বিশেষত্ব ছিল না। পরিবারের একজন সদস্য হিসেবেই সেখানে যোগ দিয়েছিলেন তানিয়া। প্রথম কালজয়ী ধারাবাহিক গানের ওপারে দিয়ে পথ চলা শুরু। এরপর আরও এক জনপ্রিয় ধারাবাহিক ‘বোঝে না সে বোঝে না’ ধারাবাহিকে মধুমিতা সরকার অর্থাৎ পাখির বোন পিউ-এর চরিত্রে অভিনয় করেন। এসময় নিজের অভিনয় প্রতিভা দেখিয়েছিলেন তিনি। ভবিষ্যতের সম্ভাবনাময় অভিনেত্রীকে চিনে নিতে অসুবিধা হয়নি পরিচালকদের।


এরপর অনেক জল গড়িয়েছে নদীতে। একাধিক ধারাবাহিকে অভিনয় করেছেন অভিনেত্রী। দ্বিতীয়বার ‘করুণাময়ী রানি রাসমণি’ ধারাবাহিকে রামচন্দ্রের বৌঠানের চরিত্রে অভিনয় করেন। অল্পবয়সী বিধবা চুল ছাঁটা সাদা শাড়ি পরেই তাক লাগিয়ে দিয়েছিলেন অভিনেত্রী তানিয়া। অপূর্ব অভিনয় দক্ষতার পরিচয় দিয়েছিলেন তানিয়া। এরপর ‘উমা’ ও ‘খেলাঘর’ ধারাবাহিকে কাজ করেন। পুনরায় আবার ‘হরগৌরি পাইস হোটেলে’ তানিয়ার অভিনয়ের দিকে চেয়ে থাকবে দর্শক।




Back to top button