Amrita Debnath: টাকার প্রতারণা থেকে প্রেম ভাঙার ডিপ্রেশন, জীবনের কালো অধ্যায় নিয়ে অকপট ‘মন ফাগুণ’-এর অমৃতা

বেশ কিছুদিন আগেই শেষ হয়েছে মন ফাগুন। কিন্তু রেশ এখনও কাটেনি। জলসার এই জনপ্রিয় সিরিয়াল তৈরি করেছে একটি বিপুল ভক্তসংখ্যা। যাদের মনে এখনও স্থায়ী ঋষি-পিহুর সঙ্গে ঋত্বিক-অনুস্কার জুটি। তরুণী অভিনেত্রী অমৃতাকে কে না চেনে! অনুষ্কা ওরফে অমৃতার জীবনের ঘটনার ঘনঘটা সবসময়ই থাকে চর্চার কেন্দ্রে। তাঁর অভিনয় জীবনের অন্তরালে রয়েছে দীর্ঘ অন্ধকার ইতিহাস। ঠকে, প্রতারিত হয়ে ত্যাগ স্বীকার করে অভিনয় জীবনে প্রবেশ করার সমস্ত কথা তিনি অকপটে বললেন এক সাক্ষাৎকারে।
সোনার চামচ মুখে নিয়ে জন্মাননি অভিনেত্রী। ছোট থেকে অনুষ্কা জানতেন, পরিবারের সমগ্র দায়-দায়িত্ব পালন করতে হবে তাকেই। অভিনয় জীবনে আসার রাস্তাও মসৃণ ছিল না। টাকার টোপ দিয়ে অভিনয়ে ডাক পেয়েছিলেন অমৃতা। বয়স ছিল অল্প, তাই না বুঝে করেছেন অনেক ভুল। ফাঁদে পা দিয়েছিলেন প্রতারকদের, অভিনয়ে সুযোগ দেওয়ার নামে ৫০০০ টাকাও দিয়েছিলেন তিনি। সেটাকা ফেরত পাননি অভিনেত্রী। পরে বুঝলেন অভিনয়ের সুযোগ দেওয়ার কথাটা একটা মিথ্যা প্রতারণা মাত্র।
শুধু একবার নয়, একাধিক বার তাকে এরম ভাবেই প্রতারিত করা হয়েছিল। একবার এক সংস্থা থেকে ডাক আসে, অমৃতা গিয়েছিলেন তাদের ডাকে অডিশন নিতে। সেখানেও গাড়িতে করে তাকে কোনও সন্দেহজনক স্থানে নিয়ে যাওয়া হয়। সেখানে তিনি বুঝতে পারেন কোনও কুচক্রে পা দিতে চলেছেন। তাই গাড়ি থেকে জোর করে নেমে আসেন এবং ছুটে যান মায়ের কাছে। এরপর থেকেই অমৃতা অতি সতর্ক হয়ে গিয়েছিলেন। অভিনয়ের নামে আর কোনও প্রলোভনে পা দেননি অভিনেত্রী।
তবে শুধু অভিনয় নয়, ব্যক্তিগত জীবনেও তিনি প্রতারিত। সরল ভাবে জীবন কাটাতে গিয়ে পড়েছেন হাজার বাধার মুখে। মন ভেঙেছে তারও, প্রায় কয়েকমাস নিজেকে গৃহবন্দী রেখেছিলেন। সেসময় কাজে যেতে পারতেন না। মারাত্মক ডিপ্রেশন ও উদ্বেগের শিকার হয়েছিলেন। মনোবিদের সাহায্য নিয়ে সুস্থ জীবনে ফিরেছেন। ভালোবাসার মানুষটিকে হাজার চেষ্টা করেও ফেরাতে পারেননি। অভিনেত্রীর মতে,’ যে থাকার সে থাকবেই, তাকে রাখার জন্য যদি এতো কষ্ট করতে হয়, তবে কোনদিন সে আমার ছিল না’। তবে জীবনের কালো দিন মুছে ফেলে কাজের মধ্যে ব্যস্ততায় ডুবিয়ে রেখেছেন নিজেকে। প্রচুর কাজ, বাবা-মাকে খুশি রাখা, আর জীবনে নিজেকে ভালো রাখার ব্রত নিয়েছেন অভিনেত্রী অমৃতা।