Shaheber Chithi: “বাড়িয়ে দাও তোমার হাত….!” পাশে থাকার বার্তা নিয়ে সাহেবের দিকে কৃত্তিম ‘পা’ এগিয়ে দিল চিঠি

জলসার পর্দায় নবাগতদের ভীড় লেগেই আছে। শুরু থেকেই তাই চমক দিতে শুরু করেছে ধারাবাহিক গুলি। প্রতীক সেন বাংলা ধারাবাহিকের এক প্রসিদ্ধ অভিনেতা। দেবচন্দ্রিমাও অভিনয়ের জন্য সুখ্যাতি অর্জন করেছে ইতিমধ্যেই। ‘সাহেবের চিঠি’ ইতিমধ্যেই সেরার তালিকায় নাম লিখিয়েছে। নতুন প্রোমোতে হতে চলেছে ধামাকাদার পর্ব।পর্বের নাম ‘বাড়িয়ে দাও তোমার হাত’।

দুর্ঘটনায় পা হারিয়ে সাহেবের হতাশাগ্রস্ত সময়ে পাশে এসে দাঁড়িয়েছে চিঠি। তবে খুব সহজ হয়নি তাদের দাম্পত্যের পথ চলা। সাহেব হঠাৎই নিজের প্রতিবন্ধী জীবন মেনে নিতে পারছে না। সেখানে নববধূ চিঠির অধিকারবোধ তার সহ্যের সীমার বাইরে হয়ে উঠেছে। প্রতিবন্ধকতা মেনে নিলেও কৃত্রিম পা লাগিয়ে জনমানসে হাসির পাত্র হতে চায় না। তবে কি প্রতিবন্ধকতাই সাহেবের সঙ্গীত জগতের পথে কাঁটা? চিঠি কি পারবে নতুন ছন্দে ফিরিয়ে দিতে?


প্রোমোতে রয়েছে সেই চমৎকার ইঙ্গিত।দ্বিরাগমনে চিঠির সঙ্গী হয়েছে সাহেব। চিঠি সেজন্য সাহেবকে কৃতজ্ঞতা জানিয়েছে। এমন সময় প্রতিবেশী বাড়িতে আগুন লাগে। একটি শিশু সমেত ভিতরে আটকা পরে যায় চিঠি। এসময় উদ্ধারকর্তা হিসেবে আবির্ভাব হয় সাহেবের। আর তখনই দেখা যায় চিঠির দেওয়া কৃত্রিম পা লাগিয়েই জতুগৃহে হাজির সাহেব। বিপদের সময় চিঠির প্রাণের কাছে ভেঙে যায় সাহেবের ভ্রান্ত বিশ্বাস। হাত বাড়িয়ে এবার কি তবে সাহেব মেনে নেবে চিঠিকে?

দর্শকের চোখে এখনই আকর্ষণীয় হয়ে উঠেছে সাহেব চিঠি। ইতিমধ্যে তারা বলছেন অনায়াসে জনপ্রিয় ধারাবাহিক ‘মিঠাই’ এর সঙ্গে টক্কর দিতে পারে ‘সাহেবের চিঠি’। রোমান্স কিং প্রতীক ও দেবচন্দ্রিমার মধুর সম্পর্ক দেখতে মুখিয়ে আছে অনুরাগীরা। প্রোমো দেখেই তারা অত্যন্ত উৎসাহিত আগামী দিনের জন্য। সাহেব চিঠির সম্পর্কে আরও মোড় আসতে চলেছে এই ইঙ্গিত দিচ্ছে জলসা।




Back to top button