Bodhisattwor Bodhbuddhi: গোপাল ও বোধিসত্ত্বর বুদ্ধির জুরি মেলা ভার! জন্মাষ্টমীতে ঘটবে কোন নতুন আশ্চর্য?

চলছে উৎসবের মরসুম। জন্মাষ্টমী পালনের হিড়িক পড়ে গিয়েছে বাংলা ধারাবাহিক গুলোতে। গোপালের রকমারি পুজোর ধরণ দেখিয়ে আরও একটু গুছিয়ে নেওয়ার চেষ্টা। জি বাংলার ‘বোধিসত্ত্বের বোধবুদ্ধি’ ধারাবাহিকের প্রাণকেন্দ্র বোধি। বছর আট নয়ের এক অপরিসীম বুদ্ধিমান বালক। খানিকটা যেন ননী চোরার বুদ্ধির অংশই পেয়েছে সে। তাই বোধিকে নিয়ে একটু হই-চই হবে না তা কি হয়! বোধিসত্ত্ব তাই ধরা দিলেন একেবারে অন্য অবতারে।
https://youtu.be/V6mgVhHR0U8
পরনে পীতবস্ত্র, গলায় নীলাভ উর্নি। মাথায় গোঁজা ময়ূর পালক, আর হাতে মোহন বাঁশি। একেবারে ছোট্ট শ্রীকৃষ্ণের রূপেই ধরা দিলেন বোধি ওরফে রায়ান গুহ নিয়োগী। তবে এ যুগের কানাইয়ের দৃষ্টিশক্তিতে যথেষ্ট সমস্যা সেজন্য চোখে চশমা পরতে ভুললেন না। শ্রীকৃষ্ণের এমন চমৎকার সাজসজ্জা দেখে আমোদ হল দর্শকের। সকলেই বাহবা দিচ্ছেন বোধির নতুন রূপকে। দোলনায় দোল দিতে দিতে নতুন কোন বার্তা দিলেন বোধিসত্ত্ব?
বোধির বাড়িতে চলছে ধুন্ধুমার কান্ড। তাঁর পিসি বাড়ির আইনি ভাগ পেতে চর্চা শুরু করেছেন। সেজন্য বাড়ি ভাগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একান্নবর্তী পরিবারে বড়ো হওয়া বোধি এমন দলাদলি একেবারেই চায়না। কিন্তু শুধু মুখে বাধা দেওয়ার সাধ্য তার নেই। রাখি থেকেই মৈত্রী বন্ধনে সে আবদ্ধ করতে চায় ‘বাবা-পিসিকে’। তবে রাখিতে্যযে ভাবনার জন্ম। জন্মাষ্টমীতে সে ভাবনার উদযাপন। সেজন্য বোধি বলে, ” জন্মাষ্টমী আসছে, আমাদের বাড়িতে এবার খুব ধুমধাম। আপনাদের সবার নিমন্ত্রণ। এবার কৃষ্ণ অনেক চমক দেখাবে আমাদের বাড়িতে। ভাগাভাগি ভুলে কাছাকাছি আসবে সবাই।”
ছোট্ট কৃষ্ণ রূপী বোধিকে দেখে গলে জল দর্শক। বাংলা ধারাবাহিকে ঈশ্বর ভক্তিকে আলাদা মর্যাদা দেওয়া হয়। ইদানীং ‘জি বাংলা’র একাধিক ধারাবাহিকে প্রদর্শিত হয় গোপালের অসাধ্যসাধনের ক্ষমতা। তার ব্যতিক্রম ঘটল না ‘বোধিসত্ত্বের বোধবুদ্ধি’ ধারাবাহিকে। ‘বোধিসত্ত্বের বোধবুদ্ধি’তে কিন্তু বোধিকে কেন্দ্র করে ভক্তের সংখ্যা নেহাত কম নয়। গোপাল যেমন তার দুষ্টুমি বুদ্ধিতে মাতিয়ে রাখতেন, বোধিও তেমন তাঁর বৈজ্ঞানিক বুদ্ধি দিয়ে একের পর এক মজাদার কান্ড ঘটাতেই থাকে। ‘জন্মাষ্টমী’র বিশেষ পর্বে তাই গোপালের নতুন খেল দেখতে হাজির থাকবেন দর্শকরা। ১৮-২২ তারিখ অবধি চলবে বিশেষ জাঁকজমক। তাই দর্শককে অবশ্যই চোখ রাখতে হবে ‘বোধিসত্ত্বের বোধবুদ্ধি’ ধারাবাহিকে।