Bollywood: খেলার বয়সে অভিনয়ে মেতেছে! জানেন কি শৈশবে কেমন দেখতে ছিল আপনার এই প্রিয় তারকাদের?

জয়িতা চৌধুরি,কলকাতাঃ বলিউডে এমন অনেক সুপারস্টার রয়েছেন যাদের বলিউডে ‘হাতেখরি’ বড় ব্যানারের ছবিতে নায়ক –নায়িকা হিসেবে নয়। বরং, শিশুশিল্পী হিসেবে। তবে সময়ের সঙ্গে সঙ্গে তাঁরা নিজেদের বলিউডে প্রতিষ্ঠাও করেছেন সফল নায়ক-নায়িকা হিসেবে। রইল আট তারকার নাম যারা খুদে শিল্পী হিসেবে বলিউডে পা রেখেছিলেন।
ববি দেওল ( Bobby Deol ) ঃ সুপারস্টার ধমেন্দ্রর ( Dharmendra ) ছোট ছেলে ববি দেওল। ১৯৭৭ সালে তাঁর বাবার ‘ধরমবীর’ ( Dharamveer ) ছবিতে অভিনয়ের মাধ্যমে বলিউডে অভিষেক ঘটে ববি দেওলের। এই ছবিতে ববি তাঁর বাবার ধরমবীরের শৈশবের চরিত্রে অভিনয় করেন।
কুনাল খেমু (Kunal Khemu) : এখন তিনি পতৌদি নবাব বংশের জামাই অর্থাৎ সোহা আলি খানের স্বামী তিনি। শিশু শিল্পী হিসেবে বলিউডে তার প্রথম অভিষেক হয় ১৯৯৩ সালে। ‘স্যার’, ‘রাজা হিন্দুস্তানি’ সহ একাধিক ছবিতে তিনি অভিনয় করেছিলেন।
আমির খান ( Amir Khan )ঃ বিখ্যাত পরিচালক সেলিম খানের ( Seleem Khan ) পুত্র আমির খান বলিউডের ‘মিস্টার পারফেকসনিস্ট।’ নিজের দক্ষ সাবলীল অভিনয়ের মাধ্যমে রীতিমত রাজ করছেন বলিউডে। তাঁরও বলিউড ( Bollywood debut ) ডেবিউ ঘটেছিল ১৯৭৩ সালে। ‘ইয়াদো কি বারাত’ ছবিতে শিশুশিল্পী ( child actor ) হিসেবে কাজ করেছিলেন তিনি। ১৯৭৪ সালে ‘মাদহোশ’ ছবিতেও শিশু শিল্পী হিসেবে অভিনয় করেন আমির।
আফতাব শিবদাসানী ( Aftab Shivdasani ) : বলিউডের এককালীন হার্টথ্রব আফতাব শিবদাসানী। মহিলা মহলে তাঁর হট-বম্ব লুকের জন্য বেশ জনপ্রিয় তিনি। বলিউডে তিনি পদার্পণ করেন অনিল কাপুরের সুপারহিট ছবি ‘মিস্টার ইন্ডিয়া’-র হাত ধরে। ছবিটি মুক্তি পেয়েছিল ১৯৮৭ সালে।
সঞ্জয় দত্ত ( Sanjay Dutt ) : সুনীল দত্ত ( Sunil Dutt ) ও বলিউডের ফার্স্টলেডি নার্গিস দত্তের ( Nargis Dutt ) সন্তান সঞ্জয় দত্ত। তাঁরও বলিউডে অভিষেক ঘটেছিল খুব কম বয়সে। সুনীল দত্ত এবং ওয়াহিদা রহমানের ছবি ‘রেশমা অউর সেরা’- ( Reshma Aur Shera ) তে সঞ্জয় দত্তকে এক কাওয়ালি গায়কের চরিত্রে অভিনয় করতে দেখা যায়। ছবিটি মুক্তি পেয়েছিল ১৯৭১ সালে।
হৃত্বিক রোশন (Hrittik Roshan) : তাঁর রূপের জৌলুশে তাঁকে গ্রীক দেবতাদের সাথেও তুলনা টানা হয়। ধূসর চোখের সুপুরুষ এই অভিনেতার বলিমহলে প্রবেশ ‘কহ না পেয়ার হে’ ছবির হাত ধরে নয়। এর আগে অভিনেতা শিশুশিল্পী হিসেবে কাজ করেছেন আপকে দিওয়ানে, আশা, আস আস, ‘আসরা পেয়ার দা’, ‘ভগবান দাদা’-র মতন হিট ছবিগুলিতে।
উর্মিলা মাতন্ডকর ( Urmila Matondkar ) : নব্বইয়ের দশকে বহুছবিতে অভিনয় করেছেন নায়িকার ভুমিকায়। তবে বলিউডে তাঁর অনুপ্রবেশ ঘটে মাত্র তিন বছর বয়সে। ১৯৮৩ সালে ‘মাসুম’ ছবিতে শিশু শিল্পী হিসেবে দেখা মিলেছিল তার।
আলিয়া ভাট ( Alia Bhatt ) : না! ‘স্টুডেন্ট অফ দ্যা ইয়ার’ আলিয়া ভাটের প্রথম ছবি নয়। মাত্র ৬ বছর বয়সে আলিয়া অক্ষয়কুমারের ‘সংগ্রাম’ ছবিতে প্রথমবার অভিনয় করেছিলেন।