‘পাঠান’ মুক্তির আগেই দিলেন সুখবর! শাহরুখের কামব্যাকে খুশির হাওয়া বলিউডের অন্দরমহলে

প্রিয়া ধর, কলকাতাঃ বেশ কিছুদিন বলিউডে বাদশা ম্যাজিকের বড্ড অভাববোধ দেখা দিয়েছে। বছরের শুরুতেই পর পর হিট দিয়ে বক্স অফিস গরম করছে সাউথের সিনেমা। নতুন বছরের শুরুতেই বলিউডে রীতিমত আঁট গাঁট বেঁধেই নেমেছিল সাউথের হিরোরা। পুষ্পা থকে শুরু করে আরআরআর এর দাপটে নাজেহাল বলিউড। প্রশ্ন হল আমাদের খেলোয়াড়েরা কোথায়! এবার এই প্রশ্নের উত্তর দিয়ে দিলেন বলিউডের সুপারস্টার কিং খান ওরফে বাদশা ( Shah Rukh Khan )।

‘জিরো’র পর দীর্ঘ লম্বা বিরতি নিয়েছিলেন বাদশা খান। বাদশা ভক্তরা কিছুটা নিরাশ আর হতাশ নিয়েই দিন যাপন করছিলেন। বড় পর্দায় কবে আসবেন কিং খান এই নিয়েই চিন্তাগ্রস্থ হয়ে পড়েন অনুরাগীরা। অবশেষে ‘পাঠান’ দিয়েই খাতা খোলেন শাহরুখ। চলতি বছরে প্রিয় তারকার কাছ থেকে এমন খবর পেয়ে উচ্ছ্বসিত ভক্তবৃন্দ। সাউথের বাড়বাড়ন্ত থামাতে এবার স্বয়ং বাদশা নেমে এলেন বলিউডের নাম রক্ষার্থে।

Shah Rukh Khan
Shah Rukh Khan

আরও পড়ুন…………বলিউডের গডফাদার করণ জোহর, এক সময় আলিয়ার ভবিষ্যৎ দেখেছিলেন বনলিউডের নামী পরিচালক

পাঠান‘ ( Shahrukh Khan Upcoming Movies ) সিনেমায় শাহরুখের লুক ইতিমধ্যেই নেটবাসীর চোখের ঘুম কেড়েছে। এই বয়সেও এমন জেল্লা আর শরীরী ভাষা যে কারোরই কপালের ভাঁজ চওড়া করতে বাধ্য। টানা বিরটির পরেও বেশ ধামাকারভাবে এন্ট্রি মেরেছন বলিউডের কিং খান। তার হুঙ্কারে কেঁপে উঠেছে বাদশা ভক্তরা। ইতিমধ্যেই বাদশা নতুন প্রজেক্টে সই করে ফেলেছেন। দীর্ঘদিনের বিরতিতে কি কি প্রস্তুতি নিলেন সেই ম্যাজিকই দেখাবেন পর্দায়।

Shah Rukh Khan
Shah Rukh Khan

সম্প্রতি স্পেন থেকে পাঠানের শুটিং করে দেশে ফিরলেন শাহরুখ। দেশে ফিরেই বিরতি নয়, সরাসরি নতুন ছবির শুটিং নিয়ে মিটিং সেরে ফেলেছেন বলে সূত্র মারফত খবর। আসন্ন নতুন ছবিতে শাহরুখের বিপরীতে দেখা যাবে সাউথের অভিনেত্রী নয়নতারাকে। জানা গেছে এর মধ্যে ছবির শুটিং নিয়ে দিনক্ষণ ধার্য করার পরিকল্পনা হয়েছে। অভিনেতা সুনীল গ্রোভার, সানিয়া মলহোত্রাকে দেখা যাবে।

আরও পড়ুন…………ভিনেক সিকোয়েন্স জাম্পশ‍্যুটে স্পষ্ট সুগভীর ক্লিভেজ! কিয়ারা আডভানির হট লুকে বেসামাল নেটবাসী

দীর্ঘদিন বাদে কিং খানের ধামাকাধার এন্ট্রিতে খুশিতে আত্মহারা ভক্তমহল। সামাজিক মাধ্যমে বাদশা ফ্যানেরা স্লোগান তুলেছে ‘কিং ইজ ব্যাক’। বলিউড বাদশা যে আরঅ কিছু সুখবর এখন আড়াল করছেন যা ক্রমশ প্রকাশ্য সেই ইঙ্গিতও দিয়ে রেখেছেন। সব ঠিক থাকলে নতুন ছবির ব্যাপারেও ঘোষণা রাখতে চলেছেন কিং খান।




Back to top button