Dharmendra: ছয় সন্তান থাকতেও নিঃসঙ্গতায় ভুগছেন ধর্মেন্দ্র, কাহিনী শুনলে চোখে জল আসবে আপনারও

মন্টি শীল, কলকাতা: একদা চলচ্চিত্র জগতে অন্যতম সেরা জুটি হিসেবে দর্শকদের মন কেড়েছিল বলিউড অভিনেতা ধর্মেন্দ্র ( Dharmendra ) এবং অভিনেত্রী হেমা মালিনী ( Hema Malini )। যদিও এর অন্যতম কারণ তাঁদের অসাধারণ অভিনয়ের দক্ষতা। কিন্তু একদা অনস্ক্রিন কেমিস্ট্রির সঙ্গে সঙ্গে বাস্তব জীবনেও এক নতুন রসায়নের সূত্রপাত ঘটে ধর্মেন্দ্র এবং হেমা মালিনী’র মাঝে। যা পরবর্তী সময়ে বিয়ের পিঁড়ি পর্যন্ত এসে পৌঁছায়। শোনা যায়, হেমা মালিনী’র সঙ্গে প্রেমে পড়াকালীন বিবাহিত ছিলেন ধর্মেন্দ্র। কিন্তু তা সত্তেও পারিবারিক এবং সামাজিক সমস্ত বাঁধাকে উপেক্ষা করেই নিজেদের ভালবাসাকে পরিণতি দেন এই তারকা জুটি।

সূত্র অনুযায়ী জানা গিয়েছে, অভিনেতা ধর্মেন্দ্র ( Dharmendra ) এর প্রথম স্ত্রী’র নাম ছিল প্রকাশ কৌর। বিবাহের পর প্রকাশ কৌর চার সন্তানের জন্ম দেন। আর তাঁদের নাম হল বিজেতা দেওল, সানি দেওল, অজীতা দেওল এবং ববি দেওল। শোনা যায়, একসঙ্গে সিনেমা করা সুবাদে অভিনেত্রী হেমা মালিনী’র ( Hema Malini ) সঙ্গে পরিচয় ঘটে ধর্মেন্দ্র’র ( Dharmendra )। আর প্রথম দেখাতেই ধর্মেন্দ্র’র হৃদয়ে গেঁথে যান ‘ড্রিম গার্ল’ হেমা মালিনী ( Hema Malini )। এমনকী এও শোনা গিয়েছে, একদা হেমা মালিনী’র প্রেমে এতটাই বুঁদ ছিলেন ধর্মেন্দ্র যে তিনি তাঁর স্ত্রী ও সন্তানদের ছেঁড়ে থাকতে সংকোচ করেননি।

7c63

শোনা যায়, দীর্ঘদিন একসঙ্গে থাকার পর ধর্মেন্দ্র এবং হেমা পরস্পরের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এবং বিয়ের পর তাঁদের দুই কন্যা সন্তান অহনা এবং এশা জন্মগ্রহণ করেন। কিন্তু ছয় সন্তানের বাবা-মা হয়েও বর্তমানে তাঁদের খেয়াল রাখার মতো একজনও নেই। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। বিশেষ সূত্র মারফত জানা গিয়েছে, বর্তমানে এই তারকা দম্পতি মুম্বাই থেকে দূরে সরে গিয়ে একটি ফার্ম হাউজে একাকি দিন কাটাচ্ছেন। সানি, ববি বা এশা ছয় সন্তানের কেউই তাঁদের দায়িত্ব গ্রহণ করেননি। তবে দায়িত্ব না নিলেও আজও ধর্মেন্দ্র এবং হেমা মালিনী’র সঙ্গে সুসম্পর্ক বজায় রেখেছেন তাঁদের সন্তানরা।

7c62

তবে এর নেপথ্যে আসল কারণ জনসমক্ষে প্রকাশিত না হলেও একদা বলিউডের তারকা জুটির এমন পরিস্থিতি দেখে সোশ্যাল মিডিয়াতে সরব হয়েছেন তাঁর ভক্তরা। এমনকী তাঁদের সন্তানদের কটূক্তি করতে পিছু পা হননি তাঁরা। তবে এক সাক্ষাৎকারে অভিনেতা ধর্মেন্দ্র জানান, ‘তিনি এই মুহূর্তে জীবনের এমন একটি পর্যায়ে চলে এসেছেন যেখানে তিনি শুধুমাত্র শান্তি কামনা করছেন। আর সেই কারণে তিনি তাঁর স্ত্রী’র সঙ্গে ফার্ম হাউজে একান্তে থাকছেন।’ পেরিয়ে গিয়েছে একটা দীর্ঘ সময়, অভিনয়ের জগৎ থেকে নিজেকে দূরে সরিয়ে নিয়েছেন অভিনেতা ধর্মেন্দ্র এবং হেমা মালিনী। তবে অভিনেতার এহেন মন্তব্য সামনে আসার পর অনুরাগী মহলে এক নতুন আলোচনার সূত্রপাত ঘটতে চলেছে তা বলতে কোনও দ্বিধা নেই।




Back to top button