Debashree Roy: কলকাতার রসগোল্লা থেকে লাল কালো বোল্ড লুক! ষাটোর্ধ্ব দেবশ্রী ঘুম কাড়ছেন নেটিজেনদের

সত্তরের দশকে রেখেছিলেন সিনেমার জগতে পা। এখন ২০২২। বয়স পেরিয়েছে পঞ্চাশের কোটা। এখন সাদা কালো টিভির তরুণী নায়িকা আর নেই। তবুও যেন তারুণ্য ঝরে পড়ছে শরীরে। পুজোর সাজে যেন নতুন করে পাখনা মেললেন এভারগ্রীন নায়িকা দেবশ্রী রায়।
ছিলেন বড়োপর্দার জনপ্রিয় নায়িকা। চিরঞ্জিত, প্রসেনজিৎ, অভিষেক, তাপস পালদের সঙ্গে একচেটিয়া সিনেমার জগৎ কাঁপিয়েছেন এককালে। সময়ের নিয়মে নতুনদের আগমনে ধীরে ধীরে পিছু হটে ছেন। একদিকের বন্ধ দুয়ার অন্যদিকে খোলার চেষ্টা চলেছে অবিরত। উঁকি দিয়েছেন রাজনীতির আঙিনায়। তবে সেখানেও দেখা দিয়েছে অনাগ্রহ। আবার ফিরেছেন অভিনয়ে। তবে এবার আর বড়পর্দা নয়। ছোট পর্দার লিড চরিত্রে দেখা গিয়েছিল তাকে সর্বজয়া চরিত্রে। এসময় ভিলেনদের একহাতে দমন করতে গিয়ে নতুন করে চেনা গিয়েছিল সেই পুরানো দেবশ্রীকে। সেদিনও প্যান্ট শার্ট পরিহিতা ষাটোর্ধ্ব নায়িকা কাঁপিয়ে ছিলেন টেলিভিশন।
এসেছে পুজো। তাই আবারও এযুগের নায়িকাদের রীতিমতো টেক্কা দিয়ে বোল্ড লুকে ধরা দিয়েছেন দেবশ্রী। সাদা-কালো একটা শাড়ি পরেছেন তিনি, সঙ্গে কালো ট্যাঙ্ক টপ। সঙ্গে লাল জ্যাকেট আর কোমরে কালো বেল্ট। মাথায় টপ বান করেছেন দেবশ্রী। কাজল কালো চোখ-ঠোঁটে গাঢ় লাল লিপস্টিক। পায়ে কালো রঙের স্টিলেটো। একেবারে ষষ্ঠীর লুকে ছয়- এ ছক্কা হাঁকানো একেই বলে।
দেবশ্রীর বোল্ড লুকে একেবারে চক্ষু চড়কগাছ নেটিজেনদের। পেয়েছেন অজস্র প্রশংসা বার্তা। একেবারে চমকে গিয়েছেন নেট-নাগরিকরা। একজন লিখেছেন, ‘সব সময় সুন্দর আর আকর্ষণীয়… তুমি সত্যি সেরা।’ অআরেকজন লিখেছেন, ‘অনবদ্য, অসাধারণ ব্যাক্তিত্ব।’ অন্যজন লিখলেন, ‘ছোটো থেকেই কী যে ভালো লাগতো! সব সময়ের প্রিয় নায়িকা আমার।’ কেউ লিখেছেন, ‘স্টানিং’। কেউ লিখেছেন,’ একেই বলে ব্যক্তিত্ব’।
১৯৬৬ সালে ‘পাগল ঠাকুর’ ছবি দিয়ে কেরিয়ার শুরু করেছিলেন দেবশ্রী। তরুণ মজুমদারের ‘কুহেলি’ ছবি এনে দেয় জনপ্রিয়তা। নায়িকা হিসেবে দেবশ্রীর প্রথম ছবি ছিল ১৯৭৮ সালের ‘নদী থেকে সাগরে’। এরপর একের পর এক হিট ছবি দিতে থাকেন দেবশ্রী। অসাধারণ অভিনয় দিয়ে লোকের মুখে জায়গা করে নিতে শুরু করেন তিনি। এরপর ঋতুপর্ণ ঘোষ পরিচালিত ১৯৯৪ সালের বাংলা সিনেমা ‘উনিশে এপ্রিল’-এর জন্য পান জাতীয় পুরস্কার। এরপরে রাজনীতির ময়দান থেকে বীতশ্রদ্ধ হয়ে ফিরে আসা ছোট পর্দায়। তবে আবারও ছোট পর্দায় ফিরবেন কিনা তা জানা যায়নি।