Devlina Kumar: ডায়েটের ছুটি দিয়ে ভূরিভোজ-আড্ডা! ত্রিধারার পুজোয় কেমন কাটাবেন অভিনেত্রী দেবলীনা?

পাড়ার ঠাকুর, পাড়ার পুজো, পাড়ার ভোগ, পাড়ার আড্ডা আর পাড়া প্রেম বাঙালির জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে। প্রত্যেকের জীবনে এরকম একটা সময় থাকে যখন পাড়ার ঠাকুরের মুখ দেখার সঙ্গে সঙ্গেই পুজো শুরু হয়। চতুর্থীর শুভ সূচনায় টেলিদুনিয়ার জনপ্রিয় অভিনেত্রী দেবলীনা জানালেন তিনিও পাড়ার পুজো ছাড়া কিছুই বোঝেন না। তাই তড়িঘড়ি শ্যুটিং সেরে গা ভাসাচ্ছেন পাড়ার আড্ডাতেই। অগ্রিম শ্যুটিং সেরে নিয়ে পুজোর কটা দিন দেদার আড্ডায় আর পাঁচ জনের মতোই মাতবেন উত্তম কুমারের দৌহিত্র-বধূ।
img 20220929 190903
দেবলীনার পুজো ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। বন্ধু বান্ধবদের সঙ্গে আড্ডা আর কবজি ডুবিয়ে ভূরিভোজেই মনযোগ দিয়েছেন অভিনেত্রী। এই কদিন ডায়েটকে একেবারে ‘বাই বাই’ করে খাদ্যরসিক দেবলীনা মজেছেন তন্দুরির প্লেটে। সঙ্গে সারা পুজোয় দেশ, বিদেশের রকমারি খাবার থেকে পুজোর ভোগ কিছুই একবিন্দু ছাড়তে চান না তিনি। সারাবছরের কসরৎ আর ত্যাগ স্বীকার পুজোর কটা দিনেই একেবারে শুধে আসলে উপভোগ করে নিতে চান।দেবলীনা জানান, পুজোয় বাড়ির রান্নার সুযোগ নেই তেমন। ত্রিধারা সম্মিলনীর মতো কলকাতার বড়ো পুজো হল তার পাড়ার পুজো। ফলে তার মন্তব্য, ‘পুজোতে বাড়িতে খাওয়ার কথা ভাবতেই পারি না! ত্রিধারার পুজোটা আমাদের বাড়ির পুজো হয়ে গিয়েছে। আমরা সবাই পাড়াতেই খাওয়াদাওয়া করি।’
img 20220929 191029

পুজো মানেই ট্রেন্ডিং ফ্যাশন লুক। এসময় নায়ক নায়িকাদের পুজোর সাজে চোখ থাকবে আম বাঙালির। আর দেবলীনার পুজোর সাজে এবার বিশেষ কি থাকবে? দেবলীনা জানালেন, এখনও অনলাইন কেনাকাটার যুগে শত ব্যস্ততা সত্ত্বেও দোকানে গিয়ে কেনাকাটা করাকেই এগিয়ে রাখেন অভিনেত্রী। তার নিজের সব কেনাকাটা হলেও নিজের বাবা দেবাশিস কুমার আর স্বামী জনপ্রিয় অভিনেতা গৌরব চট্টোপাধ্যায়ের থেকে এখনও উপহার পাননি দেবলীনা। প্রতি বছরের মতোই ষষ্ঠীর দিন দোকানে গিয়ে বাছাই করে উপহার নেবেন এই দুই মানুষের থেকে। এটাই নাকি প্রতিবছরের নিয়ম তার।

পুজোয় পাড়ার আড্ডা, অঞ্জলি, জোগাড়। সিঁদুর খেলার পরও মন খারাপের অবসর পাননা অভিনেত্রী। এই কদিন দুর্গা পূজাতেই নিজেকে সম্পূর্ণ উজাড় করে দেন। এরপরই শুরু হয় লক্ষ্মী পুজোর প্রস্তুতি।  তাঁর কথায়, ‘ত্রিধারার মণ্ডপটাই আমার কাছে সব কিছু। ছোটবেলায় ওখানে বেলুন নিয়ে খেলতাম। এখন আড্ডা দিই। পার্থক্য এইটুকুই!’




Back to top button