Bollywood: বাপরে সাহস! গ্রাফিক্স নয় সত্যিকারের বাঘের সঙ্গে অভিনয় করতে চলেছেন এই জনপ্রিয় বলি নায়িকা?

জয়িতা চৌধুরি,কলকাতাঃ হিন্দি টেলিভিশন জগতের অন্যতম পরিচিত মুখ দিব্যাঙ্কা ত্রিপাঠী ( Divyanka Tripathi )। সোশ্যাল মিডিয়াতেও বেশ অ্যাক্টিভ থাকেন তিনি। প্রায়শই নিজের ফ্যানেদের সঙ্গে ইনস্টাগ্রাম শেয়ার করেন নিজের জীবনের নানা ঘটনা। দিন কয়েক আগেই অভিনেতা বিবেক দাহিয়াকে ( Vivek Dahiya ) বিয়ে করেছেন। এক সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছেন বিবেক বা তিনি দুজনেই ঘুরতে ভালবাসেন। ভ্রমণ পিপাসু এই কাপল কিছুদিন আগেই বেড়াতে গিয়েছিলেন থাইল্যান্ডে।
আর থাইল্যান্ড মানেই অ্যাডভেঞ্চার! ভ্রমণ পিপাসুদের এক নম্বর পছন্দের গন্তব্য রোমাঞ্চে ভরা এই দেশ। অভিনেত্রীর ইনস্টাগ্রাম ফিড দেখলেই বোঝা যায় চুটিয়ে রোমাঞ্চগুলি উপভোগ করছেন এই দম্পতি। সম্প্রতি দিব্যাঙ্কা নিজের সোশ্যাল হ্যান্ডলগুলিতে ( Diyanka Tripathi Instagram ) একটি ভিডিও শেয়ার করেন। দেখা যাচ্ছে, বাঘ দিবসে অভিনেত্রী বাঘের সঙ্গে একটি ভিডিও পোষ্ট ( World Tiger Day Video ) করেছেন। ইতিমধ্যেই তাঁর সাহসিকতায় চমকে উঠেছে নেটমহল।
শেয়ার করা ভিডিওটিতে দেখা যাচ্ছে অতিকায় একটি পূর্ণবয়স্ক বাঘের সামনে বসে আছেন অভনেত্রী। এমন ভাবে বাঘটি ও তিনি ক্যামেরার দিকে তাকিয়ে পোজ দিচ্ছে যেন আচমকা দেখলে মনে হয় দুজনে কোনো সিনেমার দৃশ্যে অভিনয় করছেন। ভিডিওটিতে আরও দেখা যাচ্ছে গোলাপী পোশাকের সঙ্গে মানানসই একটি সোনালি ড্রপ কানের দুল পড়েছেন অভিনেত্রী। ভিডিওর ক্যাপশনে তিনি লিখেছেন ‘Cordination be like..’। অর্থাৎ, বাংলায় যাকে তরজমা করলে দাড়ায় ‘সমন্বয় এরকম হওয়া উচিত!’
দিনকয়েক আগেই অভিনেত্রী সংবাদের শিরোনামে উঠে এসেছিলেন তাঁর গর্ভবতী হওয়ার জল্পনা নিয়ে। তবে সেই জল্পনার তীব্র নিন্দা করে দিব্যাঙ্কা ইনস্টাগ্রামে একটি নাচের ভিডিও পোস্ট শেয়ার করেন। ক্যাপশনে লেখেন, “আমার হয়ত তন্বী চেহারা নেই! তবে সেটা হজম করুন। আমাকে জিজ্ঞেস করবেন না আমি মোটা নাকি প্রেগন্যান্ট! আমার মনে হয়েছিল আমার হয়ত ভিডিওটি ডিলিট করে দেওয়া উচিত, কিন্তু আমি করব না! অভিনেত্রী মানেই তন্বী হতে হবে এই ধারণা বদলান। না, আমার ওবেসিটি নেই। জারা মানুষের ওজন নিয়ে কটাক্ষ করেন তারা কেমন মানসিকতার তা আমার জানা নেই! এই ভিডিওটিতে আমি স্বতঃস্ফূর্ত ভাবে নেচেছি। জীবনটা এরকম ভাবেই বাঁচতে হবে।“