Meera on Mahesh Bhatt: মারধর যেন ছিল জল-ভাত! অন্য পরিচালকের সঙ্গে কাজ করতে চাওয়ায় মহেশ ভাটের হাতে মার খেয়েছিলেন মীরা

মন্টি শীল, কলকাতা: ইদানিং বিনোদন জগতের সঙ্গে যেন ওতপ্রোত ভাবে জড়িয়ে গিয়েছে বিতর্ক। এই বিতর্ক থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতে চাইলেও বিতর্ক যেন তারকাদের পিছু ছাঁড়তে নারাজ। আর এই তালিকায় বলিউডের যেই তারকার নাম রয়েছেন তিনি আর কেউ নন, মহেশ ভাট ( Mahesh Bhatt )। বলিউডের একজন জনপ্রিয় প্রযোজক হওয়ার সঙ্গে সঙ্গে মহেশ ভাট একজন বিখ্যাত প্রযোজক হিসেবে বিনোদন জগতে পরিচিতি। কিন্তু নিজের পেশাগত জীবনে একাধিক সুনাম অর্জন করলেও, পরিচালক মহেশ ভাটের কিছু বিতর্কিত ঘটনার দরুন বিভিন্ন সময়ে কুখ্যাতির সম্মুখীন হয়েছেন।

যেমনটা ঘটেছিল জনপ্রিয় পাকিস্তানি অভিনেত্রী মীরার সঙ্গে। শোনা যায়, পরিচালক মহেশ ভাটের ( Mahesh Bhatt ) কিছু অশালীন আচরণের দরুণ তিনি বলিউড ছেড়ে নিজের দেশে ফিরে যেতে বাধ্য হন। কিন্তু কী এমন ঘটেছিল অভিনেত্রীর সঙ্গে? একদা এক সাক্ষাৎকারে পাকিস্তানি অভিনেত্রী মীরা পরিচালক মহেশ ভাট প্রসঙ্গে বলেছিলেন, ‘পরিচালক মহেশ ভাট কোনও দিনই পছন্দ করতেন না যে একজন অভিনেত্রী হিসেবে সে অন্য পরিচালকের সঙ্গে রূপোলি পর্দায় অভিনয় করে। এমনকী একদা এই বিষয় নিয়ে পরিচালকের সঙ্গে তাঁর বিরোধ ঘটার পর ফিরে আসার চেষ্টা করলে তিনি তাঁকে বাঁধা দিয়েছিলেন।’

9c42

শুধু তাই নয়, এদিন অভিনেত্রী বলিউড প্রসঙ্গে বলেছেন, ‘বলিউডে কাজ করার সুযোগ পাওয়া তাঁর কাছে এক সৌভাগ্যের মতোন। তিনি তাঁর অভিনয়ের দরুন ভারতীয় সিনেমাপ্রেমীদের কাছ থেকে অনেক সম্মান পেয়েছেন। তবে এই সম্মান অর্জন করতে তাঁকে একাধিক প্রতিকূলতার সম্মুখীন হতে হয়েছিল। কিন্তু তিনি অদম্য মানসিকতা নিয়ে সামনের দিকে এগিয়ে গিয়েছেন। যার দরুন এক সময় বলিউডের তাবড় তাবড় তারকাদের সঙ্গে তাঁর পরিচিতি ঘটে। যার মধ্যে অন্যতম একজন হলেন পরিচালক মহেশ। তিনি তাঁর কাছে ছিলেন একজন গুরু এবং পরামর্শ দাতার মতোন। কিন্তু ধীরে ধীরে এই গুরু শিষ্যের সম্পর্কে দূরত্ব তৈরি হতে শুরু করে।’

অভিনেত্রীর বক্তব্য অনুযায়ী, ‘বলিউডে জনপ্রিয়তা অর্জন করার পর রূপোলি পর্দার তাবড় তাবড় পরিচালকের কাছ থেকে সিনেমার প্রস্তাব পেতে শুরু করেন তিনি। কিন্তু মহেশ ভাট এই বিষয়ে বিরোধীতা করতে শুরু করেন। এমনকী দু’একবার রাগের বশে তাকে চড় ও মেড়েছিলেন। এরপর তিনি নিজের দেশে ফিরে আসার সিদ্ধান্ত গ্রহণ করেন। যদিও পরবর্তী সময়ে ফের বলিউডে ফিরে যেতে চাইলেও সে ফিরে যেতে পারেন নি।’ অভিনেত্রীর এই মন্তব্য সামনে আসতেই রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে সমগ্র বিনোদন জগতে। এমনকী জোর আলোচনা শুরু হয়ে গিয়েছে নেটিজেনদের মধ্যেও। বলে রাখা ভালো, এর আগে বহুবার একাধিক বলিউড অভিনেত্রীদের সঙ্গে বিতর্কিত ঘটনাতে নাম জড়িয়েছিল পরিচালক মহেশ ভাটের। কিন্তু পরিচালক সম্পর্কে অভিনেত্রী মীরার এই বক্তব্যে মহেশ ভাট যে ফের একবার আলোচনার কেন্দ্রবিন্দুতে এলো তা বলাই যায়।




Back to top button