Solanki Roy: প্রচারের অভিনবত্বে আবার সেরা গাঁটছড়া! খড়ির রঙ-তুলিতে জীবনে রঙ লাগলো শ্রমজীবী মানুষের

পুজো মানেই খুশির আমেজ। ধনী গরিব নির্বিশেষে সকলের ঘরে আলো আসুক, সকলের লাভ হোক লক্ষ্মী,শিশুরা সরস্বতীর হাত ধরে পাক শিক্ষা, দুর্গা এসে দুর্গতি দিক মুছে, এই প্রার্থনা নিয়েই সারাবছর দেবী দুর্গার আগমনের দিন গোনে আপামর বাঙালি। তেমনি যার বাড়িতে ধসে পড়েছে ছাদ, যার বাড়ির নোনাধরা পলেস্তারা খসা দেওয়ালের সঙ্গে সঙ্গে জীবনের রঙ গুলো ফিকে হয়ে এসেছে। ‘গাঁটছড়া’ খড়ির উদ্যোগে তাদের জন্য নতুন ভাবনা।
সিআইটি রোডের রঙহীন ফ্যাকাশে জীবন পুজোর আলোয় যেন উজ্জ্বল হয়ে ওঠে সেই চেষ্টায় ‘গাঁটছড়া’। খড়ির হাতের রঙ তুলিতে ফুটে উঠেছে দেওয়াল চিত্র। কোথাও সানাই, কোথাও বর-কনে, কোথাও গাঁটছড়া, কোথাও বা প্রজাপতির ছবি। ঐ অঞ্চলের বেশির ভাগ খেটে খাওয়া মানুষের জীবনে লেগেছে রঙের ছোঁয়া।
চারিদিকে বিয়ের নানা রীতি রেওয়াজের বিচিত্র সমারোহ। দেওয়াল গুলি দেখে তৃপ্তি লাগে মানুষের মনে। স্থানীয় মানুষেরা জানালেন, ‘কাজ থেকে যখন ফিরি তখন এই দেওয়াল গুলো দেখে চিনতেই পারি না, মন ভালো হয়ে যায়।’ তারা সমস্বরে কড়ির জয়গান গেয়েছে। খড়ি ওরফে সোলাঙ্কি ও তার শিল্পী বন্ধুদের উদ্যোগে সেজে উঠেছে সারা পাড়া। মানুষের মনে গাঁটছড়াকে গেঁথে দেওয়ার এই অভিনব উদ্যোগ কেমন লাগল জানাবেন কিন্তু?