সৎ মা হলেও সম্পর্কে ফাঁক নেই একটুও! সারার সঙ্গে করিনার এই সম্পর্কের কারন কী?

অনীশ দে, কলকাতা: সইফ আলি খান (Saif Ali Khan) এবং তাঁর প্রেম আগেই এসেছে লাইমলাইটে। প্রথম জীবনে তাঁর বিয়ে হয় নিজের চেয়ে বয়সে বড় অমৃতা সিংয়ের (Amrita Singh) সঙ্গে। তবে সেই বিয়ে বেশিদিন টেকেনি। অমৃতা এবং সইফের মেয়ে সারা আলি খান (Sara Ali Khan) এবং ছেলে ইব্রাহিম আলি খান। বিয়ের ১৩ বছরের মাথায় বিচ্ছেদের পথে হাঁটেন সইফ এবং অমৃতা। পরবর্তীতে করিনার সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক ছিল সইফের। তারপর বিয়ের বন্ধনে আবদ্ধ হন দু’জনে। অবশ্য অমৃতা আর বিয়ে করেননি বরং একা হাতে ছেলে মেয়েকে মানুষ করেছেন তিনি। তবে কোনওদিনই বাবার সঙ্গে সম্পর্ক খারাপ হয়নি সারা বা ইব্রাহিমের।

saif 9

এমনকী ২০১২ সালে যখন সইফ এবং অমৃতার বিয়ে হয় তখন সেখানে উপস্থিত ছিলেন সারা আলি খান। বলাই বাহুল্য, করিনার সঙ্গে এক অপূর্ব সম্পর্ক সারার। তাদের দেখে বোঝাই যায় না যে করিনা (Kareena Kapoor Khan) সারার বাবার দ্বিতীয় স্ত্রী। বহু পার্টি, অনুষ্ঠান, অ্যাওয়ার্ড শোয়ে একসঙ্গে ধরা দিয়েছেন সারা করিনা সইফ। তবে এই সম্পর্ক কোনরকম অস্বস্তির সৃষ্টি করে না তো অমৃতার মনে? বর্ষীয়ান অভিনেত্রী অবশ্য এর উত্তর নিজেই দিয়েছেন। এক সাক্ষাৎকারে অমৃতা জানিয়েছিলেন, সারা এবং করিনার এই বিশেষ সম্পর্ক নিয়ে তাঁর কোনও অসুবিধাই নেই।

saif 10

আর যদি এমনটাই হতো তবে সারাকে সইফ দ্বিতীয় বিয়েতে কেন যেতে দিয়েছিলেন অমৃতা। ছেলেবেলায় বাবাকে ছাড়া মানুষ হয়েছেন সারা। দীর্ঘদিন নিজের মায়ের চোখের জলের সাক্ষী থেকেছেন তিনি। সারার প্রথম ছবি কেদারনাথ। এই ছবিতে অভিনেতা সুশান্ত সিং রাজপুতের বিপরীতে অভিনয় করেছেন সারা। সাইফের মেয়ে ২০১৮ সালেই বলিউডে পদার্পন করলেও তাঁর ছেলে ইব্রাহিম এখনও লাইমলাইটের থেকে অনেক মাইল দূরে। অমৃতাকে ডিভোর্স দেওয়ার অনেকদিন পর সাইফ কাপুর খানদানের করিনাকে বিয়ে করেছেন। করিনার দুই ছেলের নাম তৈমুর এবং জেহ।

saif 12

এই মুহূর্তে সইফ এবং করিনা নিজেদের ছবি নিয়ে যথেষ্ট ব্যস্ত। গতকালই মুক্তি পেয়েছে সইফ আলি খানের বিক্রম ভেদা, যা এক তামিল ছবির রিমেক। ছবিতে সইফের সঙ্গে অভিনয় করেছেন হৃত্বিক রোশন। অন্যদিকে কয়েকদিন আগেই মুক্তি পেয়েছে আমির খান এবং করিনা কাপুরের লাল সিং চাড্ডা। এই ছবিটিও এক হলিউড ছবির রিমেক। বক্স অফিসে ছবির মোট আয় দেখে কান্নায় ভেঙে পড়েছিলেন আমির অনুগামীরা।




Back to top button