Godhuli Alap: হানিমুনের প্যাকেজে মুড়ি, পেঁয়াজ লঙ্কা থেকে বালতি-মগ! নোলকের কান্ড দেখে হাসির রোল নেটপাড়ায়

স্টার জলসার জনপ্রিয় একটি ধারাবাহিক হল ‘গোধূলি আলাপ’। যেখানে মুখ্য চরিত্রে রয়েছেন অভিনেতা কৌশিক সেন এবং নবাগতা অভিনেত্রী সোমু সরকার। শুরু থেকেই ধারাবাহিকটি দর্শকের মন জয় করে নিয়েছে। ধারাবাহিকে নোলক-অরিন্দমের রসায়ন ভীষণ পছন্দ দর্শকের। তাদের ভালোবাসে অনুরাগীরা নাম দিয়েছে ‘আরিলোক’।
‘গোধূলি আলাপ’ ধারাবাহিকের নিয়মিত দর্শকরা জানেন, সব বাধা-বিপত্তি পার করে এক হয়েছে নোলক-অরিন্দম। একে অপরের কাছে নিজেদের ভালোবাসার কথা প্রকাশ করেছে তারা। বর্তমানে ধারাবাহিকে নোলক-অরিন্দমের হানিমুনের আয়োজন করা হয়েছে। প্রথম থেকেই ‘অসমবয়সী প্রেম’ নিয়ে বারংবার কটাক্ষের মুখে পড়তে হয়েছে। তবে সময়ের সঙ্গে অরিন্দম- নোলকের স্নিগ্ধ প্রেমের খুনসুটিতে মন মজেছে দর্শকের। তাই আউটডোর শ্যুটিং পর্বে যে মধুচন্দ্রিমায় বেশ কিছু কোমল রসায়নের দেখা পাওয়া যাবে তা বলাই যায়। কিন্তু হানিমুনের প্রস্তুতিতেই নোলকের দুষ্টুমিতে জেরবার হচ্ছে অরিন্দম। এইসব মজাদার দৃশ্য হাসির রোল তুলেছে দর্শক মহলে।
এর মাঝেই ঘুড়ি উড়ানোর প্রতিযোগীতা বেশ ভালো হয়েছে। তবে নোলক হানিমুনে যাওয়ার জন্য জিনিস গোছাবে। সরল মতি নোলক বাড়ির সব জিনিসপত্র নিয়ে গোছগাছ করবে। আচার,মুড়ি,পেঁয়াজ,লঙ্কা থেকে চাল ,ডাল, ফুলকপি সব সুটকেসে ভরবে সে। এদিকে বালতি, মগ থেকে সতরঞ্চি,মশারি,বালিশ,বিছানা নিতে নোলক একদম ভুলবে না। মধুচন্দ্রিমায় যেতে গেলে এসব লাগে না, সেই বোধবুদ্ধি নোলকের নেই। বাড়ির লোক তাকে রসিকতা করবে। অরিন্দমের নাক কাটা যাবে এই ঘটনায়। শেষে শাশুড়ি মা তাকে বুঝিয়ে অন্য ঘরে নিয়ে যাবে।
নোলকের গোছানোর বহর দেখে নির্মল আনন্দ পেয়েছে দর্শক। তবে অনেকেই বলেছে, ‘নোলককে আর কত গাঁইয়া দেখাবে, গ্রামের মানুষও এতো বোকা নয়।’ কেউ আবার বলেছেন, ‘সিরিয়ালে যোগ্য অভিনেতা অভিনেত্রীদের দিয়ে ভাঁড়ামো করানো হচ্ছে’। তবে নিয়মত দর্শক অবশ্য বলছেন, নোলকের এই দুষ্টুমি নিছক আনন্দ দেবার প্রয়াস। তাই তারা আগামী দিনে নোলক-অরিন্দমের ঘটনাবহুল হানিমুনের চিন্তায় মশগুল।