Iman Chakraborty: ‘সংস্কৃত উচ্চারণের বারোটা বাজিয়েছেন’! ‘অয়ি গিরি নন্দিনী’ গানে ট্রোলিংয়ের মুখে গায়িকা ইমন

দুর্গা পুজোর মানে নতুন গানের অ্যালবাম। কখনও বা পুরানো কোনও গানের স্মৃতি রোমন্থন করে তাকে নতুন রূপে তুলে ধরে। সঙ্গীত জগতের সকলের নতুন গানের অ্যালবাম আসে পুজোর সময়। সম্প্রতি ইমনের কন্ঠে দুর্গা স্তোত্র ‘অয়ি গিরি নন্দিনী’ প্রচারিত হয়েছে। পুজোর গানের অনুষ্ঠানেও তাঁকে ‘অয়ি গিরি নন্দিনী’ গাইতে শোনা গেছে। কিন্তু এই গানের পরই আবার বিতর্কের শিরোনামে উঠে এসেছে তাঁর নাম। জাতীয় পুরস্কার প্রাপ্ত এই গায়িকা যতটা প্রশংসিত ততটাই সমালোচিত পোশাক ও ব্যক্তিগত জীবন নিয়ে। তবে এবার চর্চায় এল তার গায়কীও। কী ঘটেছে?
‘অয়ি গিরি নন্দিনী’ একটি ছন্দবদ্ধ স্তোত্র। এই স্তোত্রের গাম্ভীর্য ও উচ্চারণ অত্যন্ত কঠিন ও উচ্চ মার্গের। বেশ জোরালো ভাবে গাওয়া হলেও গানটির মাহাত্ম্য এর অন্তর্নিহিত শক্তিতে। যা একবার শুনলেই শরীরে শিহরণ তৈরি করে। ভরা মঞ্চে দর্শককুলের সামনে একেবারে নিজস্ব ভঙ্গিতে এই গানটি গেয়েছেন জনপ্রিয় গায়িকা ইমন। একেবারে র ্যাপ স্টাইলে কুর্তা পায়জামা ও জ্যাকেট পরিহিত ইমন মঞ্চ কাঁপিয়েছেন। যেভাবে প্রবল উত্তেজনা নিয়ে যেকোন রক গান পরিবেশন করা হয় সেভাবেই মাথা ঝাঁকিয়ে, মৌখিক অঙ্গ ভঙ্গির মাধ্যমে গানটিকে আরও দাপুটে করে তুলতে চেয়েছেন।
আর এতেই ঘটেছে হিতে একেবারে বিপরীত। ইমনের গান শুনে অর্ধেক শ্রোতা জানিয়েছেন তাদের আপত্তি। বেশ কয়েকটি জায়গায় আপত্তি তুলেছেন তারা। প্রথমটি স্তোত্রের মাহাত্ম্যকে অতিক্রম করে রক স্টাইলে গান বাঁধা। গানের প্রকৃত নিয়ম লঙ্ঘন। দ্বিতীয়ত, সাধারণত ঈশ্বর সাধনার সঙ্গে পোশাকের ঔচিত্য আশা করেছিলেন দর্শক। কিন্তু জিন্সের জ্যাকেট , কুর্তা পরা রকস্টার ইমনকে তারা মেনে নিতে পারেনি। একজন মন্তব্যকারী জানিয়েছেন, ‘আপনার তো একটা নিজস্বতা আছে কেন সেটাকে নষ্ট করছেন ।সবগান ই যে গাইতে হবে তার কি মানে আছে।এটা আপনার কন্ঠে ভালো লাগলো না।আর এই গানের সঙ্গে পোষাক টা ঠিক যায়না’। অপর একজন জানিয়েছেন, ‘ আপনি ভালো গায়িকা।কিন্তু এই গান গাওয়া অতো সহজ নয়।যা হোক কিছু একটা গেয়ে দিলেই হলো! এই গানটিকে অন্তত রেহাই দিন,প্লিজ’। আরও একজন ব্যবহারকারী জানিয়েছেন, ‘সংস্কৃত উচ্চারণের পিন্ডি চটকে দিয়েছে। তারপর এই সুরে’। ইতিবাচক মন্তব্য অপেক্ষা নেতিবাচক মন্তব্য বেশি উঠে এসেছে। যদিও গায়িকা ইমনের থেকে এ ব্যাপারে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।