Kajol-Yug Devgan: মুখার্জী পরিবারের মুখ রাখছে পুত্র যুগ! ভোগ পরিবেশনের ভিডিও নিয়ে কি বললেন প্রাউড মাম্মা কাজল

সেলেব্রেটিদের দুর্গা পূজা নিয়ে বরাবরই উচ্ছ্বাস থাকে আম বাঙালির মনে। কলকাতায় যেমন মল্লিক বাড়ির পুজো তেমন খোদ মুম্বাই শহরের মুখোপাধ্যায় পরিবারের দুর্গা পুজোতে চোখ থাকে সকলের। বলিউড সেলেবদের দুর্গাপুজোয় একমাত্র ঠিকানা মুখোপাধ্যায় পরিবারের পুজো। কাজল তো থাকেনই। যোগ দেন তানিশা,রানি সকলেই। রানি মুখার্জি ও কাজলকে একযোগে পুজোয় অংশ নিতে দেখা যায়। দুই বঙ্গকন্যা মুম্বাইতে বসেই জমিয়ে তোলেন পুজো। আর রবিবার সপ্তমীর দিন এমনই একটি ভিডিও শেয়ার করলেন কাজল। যেখানে একেবারে বাঙালি আর পাঁচজন সাধারণ ছেলের মতোই কোমর বেঁধে পুজোর কাজ করছেন কাজল পুত্র যুগ।

পরম্পরা, ঐতিহ্য এই শব্দগুলিকে প্রতিফলিত হতে দেখা গেল এদিনের ভিডিওতে। একেবারে লাল পাঞ্জাবি ও পাজামায় সেজে উঠেছিল যুগ। সঙ্গে তার মা কাজল পরেছেন সোনালি রঙের লাল পাড়ের শাড়ি। একেবারে বাঙালি কন্যার মতো লাবন্যময়ী সুন্দরী লাগছে কাজলকে। ট্রাডিশনাল সাজে এদিন বহু বলিউডের অভিনেতা অভিনেত্রীকেও দেখা গেল। খাবার পরিবেশনের ভিডিও দিয়ে কাজল লিখলেন, , ‘আমি খুব গর্ব বোধ করছি আমার ছেলে যুগ দুর্গা পুজোতে খাবার পরিবেশন করেছে দেখে… এভাবেই বজায় থাক ঐতিহ্য।’


কাজলের এই পোস্টে উপচে পরেছে মানুষের ভালোবাসা। পুজোর শুভেচ্ছার সঙ্গে অনেক আশির্বাদ পেয়েছেন যুগ। মাসি তানিশাও তাকে শুভেচ্ছা জানিয়েছে। খুশির পুজো ছড়িয়ে পড়েছে ইনস্টাগ্রামেও। ১৯৯৯ এ কাজল মালা দিয়েছিলেন অজয় দেবগনের গলায়। ২০০৩ এ তাদের কন্যা নায়েশা আর ২০১০ এ ছেলে যুগ হয়। এখন যুগ ১২ বছরের বালক । নাইসাকে কাজলের সঙ্গে প্রতিবছর দেখা না গেলেও, প্রতিবারই যুগ আসে মণ্ডপে। এবার মায়ের সঙ্গে কাজে হাত লাগালো সেও।




Back to top button