Kangana Ranaut: পরিচালকের আসল নাম ‘আসলাম’! এইবার নাম বিতর্কে মহেশ ভাটকে বিধলেন কঙ্গনা রানাউত

মন্টি শীল, কলকাতা: শুধুমাত্র পেশাগত জীবন নয়, ইদানিং সিনে জগতের নামীদামি তারকারা তাঁদের ব্যক্তিগত জীবনকে কেন্দ্র করে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছেন। আর এই আলোচিত তারকাদের মধ্যে এক অন্যতম নাম হল বলিউডের কুইন কঙ্গনা রানাউত ( Kangana Ranaut )। সাধারণত এই বলিউড অভিনেত্রী অভিনয়ের সঙ্গে সঙ্গে বিশেষ ভাবে পরিচিত তাঁর খোলামেলা মন্তব্যের দরুন। সেটা দেশ হোক অথবা ফিল্ম ইন্ডাস্ট্রি সম্পর্কিত কোনও বিষয় হোক, অভিনেত্রী কঙ্গনা রানাউত কখনই তাঁর অভিব্যক্তি প্রকাশ করতে পিছু পা হননি। সম্প্রতি তাঁর আক্রমণের নিশানায় এসেছেন বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির তাবড় তাবড় তারকার।
আর অভিনেত্রীর এই আক্রমণের তালিকায় যার নাম সবচেয়ে উপরে রয়েছে তিনি বলিউডের জনপ্রিয় পরিচালক মহেশ ভাট ( Mahesh Bhatt)। সম্প্রতি অভিনেত্রী কঙ্গনা রানাউত ( Kangana Ranaut ) তাঁর নিজস্ব সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একটি পোস্ট করেন। যেখানে তিনি পরিচালক মহেশ ভাটের একটি ভিডিয়ো ক্লিপ শেয়ার করেছিলেন। সেখানেই পরিচালক মহেশ ভাট’কে ইসলাম ধর্ম এবং মুসলিম ধর্মাবলম্বীদের সম্পর্কে বিভিন্ন রকমের মন্তব্য করতে শোনা গিয়েছে। সেই সূত্র ধরে অভিনেত্রী বলেন, বলিউড পরিচালক মহেশ ভাট ( Mahesh Bhatt ) এর নাম নিয়ে প্রশ্ন তুলেছেন। অভিনেত্রীর মন্তব্য অনুযায়ী, ‘মহেশ ভাটের আসল নাম আসলাম, যেটা তিনি সকলের কাছ থেকে লুকিয়ে রেখেছেন।’
শুধু তাই নয়, এদিনের করা পোস্টে অভিনেত্রী প্রকাশ করেছেন, ‘সোনি রাজদানের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পর বলিউড পরিচালক মহেশ ভাট তাঁর নিজ ধর্ম পরিবর্তন করেছিলেন।’ বলিউড কুইন কঙ্গনা রানাউত তাঁর পোস্টে লিখেছেন, ‘পরিচালকের আসল নাম ব্যবহার করা উচিত। তবে কোনও বিশেষ ধর্মের প্রতিনিধিত্ব করা উচিত নয়, বিশেষত যখন তিনি ধর্মান্তরিত হয়েছেন। পরিচালক তাঁর এত সুন্দর নাম থাকা সত্তেও কেন তা পরিবর্তন করেছেন? কেন সকলের থেকে লুকিয়ে রেখেছেন? তবে কি বলিউড পরিচালক মানুষকে হিংসার উস্কানি দিচ্ছেন?’
অভিনেত্রীর এই পোস্ট দেখার পর রীতিমত শোরগোল পড়ে যায় নেটমাধ্যমে। এমনকী বিভিন্ন রকমের মন্তব্য আসতে শুরু করে তাঁর এই পোস্টকে কেন্দ্র করে। বলে রাখা ভাল, মহেশ ভাট এই প্রথম নয়, এর আগে একাধিকবার অভিনেত্রী কঙ্গনা রানাউতের নিশানায় এসেছেন বলিউড পরিচালক এবং তাঁর পরিবার। তবে এই অভিনেত্রীর করা এই পোস্ট যে পূর্বে একটি করা সমস্ত বিতর্কে পিছনে ফেলে দিতে চলেছে তা একনজর সোশ্যাল মিডিয়াতে নজর রাখলেই স্পষ্ট হয়ে যাবে।