Koneenica Banerjee: শারীরিক প্রতিকূলতা মুছে নৃত্য পরিবেশনা কনীনিকার ! মনের জোরকে কুর্নিশ জানাচ্ছেন অনুরাগীরা

দেবী শক্তির জাগরণ ঘটে গেছে। আকাশে বাতাসে আনন্দ ধ্বনি। সমস্ত কালো দিক সরে গিয়ে আলো ফুটেছে দিকে দিকে। নেতিবাচক সব কিছুকে মুছে দিয়ে দেবীপক্ষে ঘটছে শুভ শক্তির জাগরণ। দীর্ঘ রোগভোগের পর নতুন ভাবে জীবন শুরু করলেন কনীনিকা ভট্টাচার্য। শিরদাঁড়ার মারাত্মক কষ্ট নিয়ে গিয়েছিলেন চেন্নাই। সেখানে অস্ত্রপচারের পর একেবারে ভেঙে পড়েছিলেন অভিনেত্রী। দেবীপক্ষের শুভ সূচনা সমস্ত ঋনাত্মক মনোভাব দূরে রেখে নতুন রূপে আবির্ভূত হলেন তিনি।

পুজোর উদ্বোধন হয়ে গিয়েছে। বিভিন্ন অভিনেতা অভিনেত্রীরা যাচ্ছেন উদ্বোধন অনুষ্ঠানে। সেরকমই একটি শারদীয়ার অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করছেন কনীনিকা। সমস্ত শারীরিক জটিলতা ভুলে ক্ষনিকের জন্য হলেও প্রাণের আনন্দে সামিল হয়েছেন কনীনিকা।লাল সাদা শাড়িতে মা দুর্গার মৌখিক অভিব্যক্তি প্রকাশ করেছেন নাচের মাধ্যমে। ‘জয় দুর্গা’ গানে মাতিয়ে তুলেছেন তিনি।

কয়েকমাস আগেই প্রচন্ড শারীরিক অসুস্থতা ছিল তার। শিরদাঁড়ায় অস্ত্রপচার করে চেন্নাই থেকে ফেরার পরও স্বাভাবিক ছন্দে ফিরতে পারছিলেন না। গলার স্বর হারিয়েছিলেন অভিনেত্রী। আর সেজন্য চলতি প্রোজেক্ট ‘আয় তবে সহচরী’র হাত ছাড়তে হয়। কনীনিকা হীন ‘আয় তবে সহচরী’ করতে নারাজ ছিলেন পরিচালক। তবে মনের জোরে ধীরে ধীরে স্বাভাবিক করে তুলছেন অভিনেত্রী। হার না মেনে অসুস্থতাকে স্বীকার করেই মঞ্চে নিজের দাপুটে নৃত্য পরিবেশন করলেন তিনি। দেবী পক্ষে দেবীশক্তি সঞ্চারিত হয়েছে অভিনেত্রী কনীনিকার মধ্যে। সমস্ত প্রতিকূলতা বিরুদ্ধে উঠে দাঁড়ানোর সাহস পাচ্ছেন তিনি।

প্রথমে এই নাচের ভিডিও তিনি লাইভ করছিলেন। কিন্তু কিছুক্ষণ পরেই তা কোনওভাবে মুছে যায়। পরে নিজের সোসাল মিডিয়া হ্যান্ডেলে একটি সম্পূর্ণ ভিডিও পোস্ট করেন অভিনেত্রী। তিনি লিখেছেন, “আমার লাইভগুলো কালকের শোয়ের বুঝলাম না কী কারণে ফেসবুক সরিয়ে নিল। কেউ নিশ্চয়ই কমপ্লেন দিয়েছে… খুব দুঃখের! সার্জারির পর মনে জোর এনে পারফরম্যান্সটা করলাম। ঊর্মীমালাকে ধন্যবাদ যে, অন্য ফোনে রেকর্ডিং করেছিল। আপনাদের সঙ্গে শেয়ার করলাম আবার।” আপনারাই বলুন, শারীরিক কষ্টের মধ্যেও নাচটা অভিনেত্রী কেমন অবলীলায় করলেন!




Back to top button