Rupa Bhattacharjee: বাড়িতে মেলেনি ঠাঁই, মেয়ে জন্ম যেন কাল হয়েছিল জনপ্রিয় অভিনেত্রী রূপা ভট্টাচার্যের জীবনে

জয়িতা চৌধুরি,কলকাতা: বাংলা টেলি জগতের ( Tele News ) জনপ্রিয় অভিনেত্রী রূপা ভট্টাচার্য্য ( Rupa Bhattacharjee )। দীর্ঘ অভিনয় জীবনে তিনি কাজ করেছেন একাধিক বাংলা সিনেমা ও ধারাবাহিকে। অভিনয়ের মতো একদা রাজনৈতিক দায়িত্বও সামলেছিলেন সিদ্ধ হস্তে। কিন্তু একসময়ে এসব কিছুর থেকেই নিজেকে গুটিয়ে নিয়েছিলেন অভিনেত্রী। তবে সম্প্রতি তাঁর দেখা মিলছে সান বাংলার ( Sun Bamgla ) জনপ্রিয় ধারাবাহিক ‘সাথী’-তে ( Sathi )। ধারাবাহিকে তাঁর সঙ্গে টলিপাড়ার বাঘা-বাঘা অভিনেতা-অভিনেত্রীরা থাকলেও দর্শক সমাদরে একটাই প্রশ্ন…এককালীন টলিউড কাঁপানো অভিনেত্রী রূপা ভট্টাচার্য্য কেন সুযোগ পাচ্ছেন প্রথম শ্রেণীর বাংলা ধারাবাহিকগুলিতে?

অভিনেত্রী রূপা ভট্টাচার্য্য-কে সিরিয়ালপ্রেমীরা চেনেন মূলত খলচরিত্রে অভিনয়ের সূত্রে। বর্তমানে ( Bengali serial news ) সান বাংলা ধারাবাহিকটিতে তাঁর চরিত্রের নাম শতভিষা। সেটিও পুরোপুরি নেতিবাচক চরিত্র। ব্যক্তি জীবনে অভিনেত্রী রূপা কেমন সেই নিয়ে খুব একটা মূখ খোলেননি তিনি। বরাবরই নিজেকে জনপ্রিয়তার চাকচিক্য থেকে আলাদা করে রেখেছেন। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী রূপা ভট্টাচার্য্য জানিয়েছেন তাঁর জীবন যুদ্ধের গল্প।

অভিনেত্রী জানান, অভিনয় জীবনের শুরুতে তিনি কখনো অনুভবই করেননি যে অভিনয় একদিন তাঁর জীবনের এক ও অভিন্ন হয়ে উঠবে। অভিনয় করতে করতেই তিনি বোঝেন এর জন্যই হয়ত তিনি তৈরি হয়েছিলেন। তবে আক্ষেপের সুরও শোনা যায় অভিনেত্রীর গলায়। তিনি বলেন, রুপা এদিন বলেন যে তিনি এখনো পর্যন্ত যা অভিনয় করেছেন তাতে তিনি অভিনয় জিবি হয়েছেন কিন্তু এখনো পর্যন্ত সেই অর্থে অভিনেত্রী হয়ে উঠতে পারেননি। এটাই তাঁর অভিনয় জীবনের অন্যতম না পাওয়া।
অভিনেত্রী রূপা ভট্টাচার্য্য-কে দর্শক চিনলেও মানু




Back to top button