Leena Gangopadhyay: সিরিয়াল মানেই কেন শাড়ির বাহার? নেটিজেনদের প্রশ্নের সাফ উত্তর দিলেন লীনা

চেতনার সঙ্গে জড়িয়ে থাকে সাজ। বঙ্গ নারীর সৌন্দর্য চেতনায় ‘শাড়ি’ একটি গুরুত্বপূর্ণ সাজ। আর দীর্ঘদিন ধরে বাঙালি সুন্দরীদের শাড়ি পরিয়ে আসছেন যিনি, সেই লীনা গঙ্গোপাধ্যায় শাড়ি সম্ভার নিয়ে কী বলেন? লীনা গঙ্গোপাধ্যায়কে কে না চেনেন! তিনি বাংলার প্রখ্যাত লেখিকা, টেলিমিডিয়ার জনপ্রিয় পরিচালিকা ও প্রযোজক (Leena Gangopadhyay)। বাংলা টেলি মিডিয়ার এই চিত্রনাট্য লেখিকাকে চেনেন না, সিনে অনুরাগীদের মধ্যে এমন কেউ নেই। সারাবাংলা তার লেখনীর গুণমুগ্ধ। সেই লীনা গঙ্গোপাধ্যায়ের চোখে শাড়ি কী? কেন তার নায়িকারা শাড়িতেই আবদ্ধ জানেন?
লীনা গঙ্গোপাধ্যায়ের সবচেয়ে পছন্দের রঙ সাদা। সেই সাদা রঙের হাজার শাড়ি রয়েছে তার কাছে। বয়স ভেদে, অনুষ্ঠান ভেদে, সময় ভেদে শাড়ি বদলায় তার রূপ-রং-সৌন্দর্য। তার মতে শাড়ির বৈচিত্র্য একজন নারীর ব্যক্তিত্বকে নানাভাবে ফুটিয়ে তোলে। ধারাবাহিকের বিভিন্ন নায়িকাকে নানা শাড়িতে নিত্য সাজিয়ে তোলেন। তাঁর পছন্দের ‘বাহা শাড়ি’ এক সময় বাঙালি মেয়েদের ফ্যাশন স্টেটমেন্ট হয়ে উঠেছিল। শাড়ি পরে একজন নারীকে যতটা লাবণ্যময়ী লাগে তেমনটা অন্য কোনও পোশাকে লাগে না। অন্যান্য পোশাকের বাড়াবাড়িতেও, তাই আজও নারীর চোখ শাড়িতেই। আর তাছাড়াও আজও যে দর্শক ধারাবাহিক দেখেন তারা শাড়িতেই দেখতে চান তাদের নায়িকাদের একথাও জানান লীনা গঙ্গোপাধ্যায়।
শাড়ি মানেই তার কাছে সমগ্র ভারতবর্ষ। এত বৈচিত্র্য রঙ, তুলি, সুতো, বুনন, তবু ঐ বারোহাত যেন ঐক্যে বেঁধে রেখেছে। ভারতবর্ষের ঐতিহ্য আর আধুনিকতা মিশে আছে শাড়ির শরীরে। শাড়ির প্রত্যেকটি সূক্ষ্ম কারুকাজ তাকে ভারতবর্ষকে চিনতে শেখায়। তবে শাড়ির একটানা একঘেঁয়ে লুক নয়। একই শাড়ি শুধু পরার ধরণে বদলে নিতে তার চেহারা তেমনই রঙ বদলেও শাড়িতে আসে বৈচিত্র্য। কিছুদিন আগেই ‘ এক্কা দোক্কা’ ধারাবাহিকে অঙ্কিতাকে বিয়ের সময় লালের বদলে বেগুনি রঙের শাড়ি পরিয়ে ছক ভেঙেছিলেন। সেই থেকেই চর্চায় ছিলেন লীনা গঙ্গোপাধ্যায়। তার এই অভিনব প্রয়াসকে সাধুবাদ জানিয়েছিলেন অগনিত মানুষ।