Mithai: ‘মা’ হল মিঠাই! মা দুর্গার আর্শীবাদে সন্তান এল মিঠাই সিদ্ধার্থের ঘরে

খুশির হাড়ি নিয়ে ফেরি করে যায় বলো কে? সে ‘মিঠাই’ ( Mithai ) । বাংলা ধারাবাহিকের জগতে বিপ্লব ঘটিয়েছে মিঠাই, অগনিত ভক্ত সংখ্যা নিয়ে বাংলা ধারাবাহিকে রাজ করেছে মিঠাই। তবে চলতি সময়ের দৌড়ে কিছুটা পিছিয়ে পরেছে মিঠাই। পুজোর মরসুমে কার আর পিছিয়ে পরতে ভালো লাগে? এবার দর্শকদের আকাঙক্ষা পূরণ করতে ‘মা’ হল মিঠাই। হ্যাঁ ঠিকই , এক লহমায় হঠাৎই বদলে গেল ধারাবাহিকের আঙ্গিক। ছেলে এল মিঠাইয়ের ঘরে।
চলতি সপ্তাহে ধারাবাহিকেও লেগেছে পুজোর ধুম। পাড়ার পুজো থেকে এবার মোদক পরিবারেও দুর্গা পুজোয় রয়েছে নতুন চমক। যদিও দুর্ভোগ কাটেনি, প্রমিলা লাহা এখনও তার কলকাঠি নাড়িয়ে চলেছে। এরই মাঝে পুজোর মরসুমে কিছুটা আনন্দে গা ভাসিয়েছে মোদক পরিবার। তবে মিঠাইয়ের নিশ্বাস ফেলবার অবকাশ নেই। ব্যস্ততা তুঙ্গে। পাড়ার পুজো, বাড়ির পুজো আর ব্যবসা সব একা হাতে সামলে এবারে সেও একেবারে দশভূজা হয়ে উঠেছে। এরই মাঝে মিষ্টির দোকান থেকে কে এল মিঠাইয়ের সঙ্গে? একেবারে মা-ছেলে একসঙ্গে ফিরল মোদক পরিবারে।
মিষ্টির দোকানে গিয়ে হঠাৎই মিঠাইয়ের আলাপ হয় একটি ছোট্ট ছেলের সঙ্গে। পরনে চেক শার্ট আর হাফ প্যান্ট। বড়ো বড়ো চোখ আর মায়া ভরা মুখ। মিঠাই তাকে নাম ঠিকানা জিজ্ঞাসা করলে দৌড়ে পালিয়ে যায়। মিঠাই যখন কাজ সেরে বাড়ি ফিরে আসে তখন মিঠাইয়ের পিছু নেয় সে। একেবারে হাজির হয় মনোহরায়। সকলের কাছে আদর পায় সে। উচ্ছে বাবু অর্থাৎ সিদ্ধার্থ একটু বকলে মিঠাইকে আঁকড়ে ধরে ছোট্ট ছেলেটি, যেমন করে ছোট্ট ছেলেরা ভয় পেলে মায়ের আঁচলের তলায় লুকোয় ঠিক সেভাবে।
তবে চিন্তার বিষয় একটাই ছেলেটি এর মধ্যে একটিও কথা বলেনি। দর্শকদের মনে প্রশ্ন তবে কি ছেলেটি বোবা অর্থাৎ কথা বলতে অক্ষম? তবে কি TRP ফেরাতে মা-ছেলের গল্প চলবে মিঠাইতে? তবে যাই হোক, দর্শকরা তো এমনই দৃশ্য দেখতে চেয়েছিল। সিদ্ধার্থ মিঠাইয়ের সন্তান যে এতো তাড়াতাড়ি আসবে তা বোধহয় ভাবা যায়নি। দর্শক তাই বেজায় খুশি। অনেকেই বলেছেন ঠিক যেন ‘পার্বতী-গনেশ’ দেখতে লাগছে মিঠাই ও তার ছেলেকে। এবার গল্প এল নতুন ছোট্ট সদস্য। কোন দিকে মোড় নেয় মিঠাই এখন সেটাই দেখার।