Rachna Banerjee: ‘নম্বর ওয়ান দিদি’র অভিনয়ের বাইরেও অনেক প্রতিভা! জানেন গান গেয়ে কীভাবে দর্শকের কাছের মানুষ হয়েছিলেন রচনা?

বাংলার নাম্বার ওয়ান দিদি রচনা ব্যানার্জি। টেলিভিশন দুনিয়ায় অত্যন্ত পরিচিত নাম। এককালে প্রসেনজিৎ, যীশু সেনগুপ্ত, সহ বাংলার তাবড় অভিনেতাদের পাশে ছিল একছত্র নাম। শুধু বাংলায় নয়, তামিল, তেলেগু, ওড়িয়া ভাষাতেও করেছেন সিনেমা। প্রসেণজিৎয়ের সঙ্গে করেছেন ৫০ টির বেশি সিনেমায় অভিনয়। ৩০০ টির বেশি সিনেমায় অভিনয়ের পরেও তিনি বিখ্যাত হয়েছেন অন্য ভূমিকায়। অভিনেত্রী পরিচয়কে ছাপিয়ে গেছে অন্য আরও একটি পরিচয়। কারণ তিনি বাংলার দিদি নাম্বার ওয়ান। রচনা ব্যানার্জি একজন অভিনেত্রী শুধু নন, একজন সুপ্রসিদ্ধ সঞ্চালিকা। সঞ্চালিকা হিসেবে মহিলাদের তালিকার শীর্ষে।দীর্ঘ কয়েক দশক ধরে এই ভূমিকায় রয়েছেন তিনি। তবে এক মানুষের কী বহুমুখী প্রতিভা থাকতে পারে না? রচনা ব্যানার্জী অভিনয়, সঞ্চালনার বাইরেও আরও একটি মাধ্যমে মানুষের কাছে পৌঁছে যান? জানেন কি সেটা?

বহু মানুষ শুধুমাত্র রচনাকে দেখতেই টিভি খুলে বসে থাকে বিকাল ৫ টায়। জনগনের কাছে দিদি অত্যন্ত কাছের মানুষ। রচনার প্রেরণা দায়ক কথাবার্তা মহিলাদের মনের জোর বাড়ায়। মহিলাদের জন্য সফল মঞ্চ করে তুলেছেন তিনি। তাই মানুষের আরও কাছে পৌঁছে যেতে বিভিন্ন মাচা অনুষ্ঠানে গিয়ে মঞ্চে হাজির হন তিনি। তবে সেখানে দর্শকদের অনুরোধে হয় নাচ আর নইলে গান পরিবেশন করতে হয় তাদের। সেলেব্রিটিদের থেকে এটুকু চাহিদা তাদের থাকেই।একরকম জোর জবরদস্তি করেই রচনা ব্যানার্জিকেও এমনই এক পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছিল।

এক অনুষ্ঠানে গান গেয়ে ছিলেন রচনা ব্যানার্জী।দিদি অনেক ভালোবাসা পেয়েছিলেন।তবে গানের শিল্পী না হওয়ায় খুব একটা শ্রুতি মধুর হয়নি। আর তার জেরেই কার্যত ক্ষোভের মুখে পড়েছিলেন রচনা। এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে রচনাকে দেখা গেছে ভরা মঞ্চে বিভিন্ন বাদ্যযন্ত্রের সঙ্গে তাল মিলিয়ে গান গাইছেন তিনি। অভিনেত্রী নিজেরই অভিনয় করা সিনেমা সূর্যবংশম থেকেই গান গেয়ে শোনাচ্ছেন অগনিত ভক্তদের।

পূর্বেই উল্লেখ করা হয়েছে, অভিনেত্রী রচনার প্রতিভা ছড়িয়ে ছিল নানা ভাষায়। একসময় অমিতাভ বচ্চনের বিপরীতে তার পুত্রবধূ হিসেবে অভিনয় করেছিলেন রচনা। সেখানে একটি বিখ্যাত গান রয়েছে ‘দিল মেরা তু দিওয়ানা হ্যায়’। আর এই গানটি গেয়েই হল বিপদ। একেবারে প্রবল কটাক্ষের শিকার হলেন রচনা ব্যানার্জী।




Back to top button