Oindrila Saha: ‘রাতে ভদ্র বাড়ির মেয়েরা রাস্তায় বেরোয় না’, কেন এমন বললেন ‘মিঠাই’ খ্যাত অভিনেত্রী ঐন্দ্রিলা?

বাংলা চলচ্চিত্র হোক বা স্বল্প দৈর্ঘ্যের ছবি সবেতেই প্রচারের ধরণ অনেক বদলে গেছে। মানুষের মনে জায়গা করে নেওয়ার জন্য অভিনবত্ব সৃষ্টি করা হয়। সেরকমই এক বিতর্কিত পোস্টার হাতে ধরা দিলেন ঐন্দ্রিলা সাহা। এই নিয়ে শুরু হয়েছে নতুন তরজা।

অভিনেত্রী ঐন্দ্রিলা সাহাকে কে না চেনে! একেবারে ছোট বয়সে টেলিভিশন ইন্ডাস্ট্রিতে পা রেখেছিলেন। প্রথম নাচের হাত ধরেই তার টেলিভিশনের সঙ্গে পরিচয়। জনপ্রিয় ডান্স রিয়্যালিটি শো ডান্স বাংলা ডান্সের ছোট্ট ঘোষিকা ছিলেন ঐন্দ্রিলা। এরপর একে একে জনপ্রিয় ধারাবাহিক ‘করুণাময়ী রানি রাসমণি’ তে ‘করুণাময়ী’ চরিত্রে নজর কাড়েন। বর্তমানে ‘মিঠাই’ ধারাবাহিকে অন্যতম সহঅভিনেত্রী ‘নিপা’ চরিত্রটি দর্শকের কাছে পেয়েছে ব্যাপক জনপ্রিয়তা।

তবে এখানেই থেমে নেই অভিনেত্রী, নিজের দক্ষতাকে কাজে লাগিয়ে স্বল্প দৈর্ঘ্যের ছবির অংশ হয়েছে। একাধিক কাজ করছেন একই সঙ্গে। সেখানে বিজ্ঞাপনের মাধ্যমে প্রচারের অংশীদার হয়েছেন তিনি। সম্প্রতি ওটিটি প্ল্যাটফর্মে এসেছে ‘বোধন’ ওয়েব সিরিজ। মুখ্য ভূমিকায় রয়েছেন দিতিপ্রিয়া ও সন্দীপ্তা। নারী জীবনের যন্ত্রণা ও মেয়েদের নিরাপত্তার বিভিন্ন দিক উঠে এসেছে গল্পের অংশে। তাই প্রচারের অভিনবত্বে সেই ছবি ধরা পড়েছে। ঐন্দ্রিলার হাতে রয়েছে একটি পোস্টার। যেখানে লেখা ‘রাতে ভদ্র বাড়ির মেয়েরা রাস্তায় বেরোয় না’। আর এই পোস্টার ঘিরে শুরু হয়েছে বিতর্ক।


ঐন্দ্রিলার এক বিশাল ফ্যান বেস রয়েছে। নিজের কাজের বিভিন্ন ছবি ঐন্দ্রিলা তুলে ধরেন ভক্তদের সামনে। কিন্তু নেটিজেনদের সবসময় সবটা বোধগম্য হয় না। সম্প্রতি এই পোস্টারকে কেন্দ্র করে উঠে এসেছে নানা মন্তব্য। আসলে নেতিবাচকতার মাধ্যমে ইতিবাচক ছাপ ফেলতে চেয়েছিলেন অভিনেত্রী। কিন্তু দর্শক কুল তা না বুঝেই অভিনেত্রীকে বিচার করতে বসেছেন। তবে অভিনেত্রীর বেশ কিছু ফ্যান রয়েছেন যারা সবসময় তার পাশেই রয়েছেন। বোধন ওয়েব সিরিজের বিষয় ভাবনা নিয়ে সবিশেষ প্রশংসা করেছেন তাঁরা। পোস্টটি শেয়ার করা মাত্রই ১৪ হাজারের বেশি মানুষ পোস্টটি পছন্দ করেছেন।




Back to top button