Raja-Madhubani: “কেশব নাচে……”, ছেলে কোলে সে এখন সংসারী! মনে পড়ে ভালোবাসা ডট কমের সেই মধুবনীকে?

বাচ্চা কে না ভালোবাসে! শুধু বলিপাড়ায় নয়, টলিউডেও ‘স্টার-কিড’রা বেশ জনপ্রিয়।রাজ-পুত্র ইউভান, কোয়েল পুত্র কবির, সুদীপার পুত্র আদিদেব প্রত্যেকেই সোশ্যাল মিডিয়ার জনপ্রিয় মুখ। তেমনই ছোটপর্দার রাজা-মধুবনীর ছেলে কেশবও ইতিমধ্যেই পাচ্ছে দর্শকদের ভালোবাসা। বাংলার একসময়ের জনপ্রিয় ‘ভালোবাসা ডট কম’ থেকেই রাজা মধুবনীর ( Raja Goswami  Madhubani Goswami ) জুটিকে মানুষ ভালোবাসা দিয়েছিল। ধীরে ধীরে পর্দার প্রেম গড়িয়েছিল বাস্তবেও। তখনকার ‘কিউট-কাপেল’ এখন ঘোরতর সংসারী। গতবছরেই পুত্র সন্তানের জন্ম দেন মধুবনী। নাম রাখেন কেশব। মা পর্দার আড়ালে থাকলেও, কেশবের নানারকম কান্ড দেখতেই মশগুল দর্শক।
img 20220713 161638

ধারাবাহিকে নিয়মিত কাজ করছেন রাজা। মা হওয়ার পরই রঙিন পর্দা থেকে সাময়িক অবসর নিয়েছেন মধুবনী। ধারাবাহিকে আপাতত দেখা যাচ্ছে না তাঁকে। ক্ষুদে সন্তানকে নিয়েই কাটছে সময়। ধারাবাহিকে অভিনয় ছাড়াও, ‘রাজা মধুবনী’ নামে একটি ইউটিউব চ্যানেল রয়েছে তাঁদের। যেখানে নিয়মিত কেশবের মজার ভিডিও পোস্ট করেন তাঁরা। সম্প্রতি ইনস্টাগ্রামে চমৎকার এক পোস্ট করেছেন মধুবনী। যেখানে ছেলেকে কোলে নিয়ে নাচছেন তিনি। ‘কেশব নাচে কোনখানে?’ শুনে শিশুটি হাসছে খিলখিলিয়ে। সেই হাসিই মুগ্ধ করেছে নেটপাড়া। সকলেই শুভেচ্ছা জানাচ্ছে রাজা-মধুবনীর একরত্তি সন্তানকে।


মুখ্য চরিত্র থেকে সরে গেলেও, সোশ্যাল ইনফ্লুয়েন্সার হিসেবে নিজেদের জীবন শুরু করেছেন এই দম্পতি। নিয়মিত লাইফ স্টাইল ভ্লগস পোস্ট করেন সোসাল মিডিয়ায়। এছাড়াও মধুবনীর রয়েছে অনেক গুণ। কেশবের জন্মের পরই আড়াই মাসে শিশু সন্তানকে কোলে নিয়ে গেয়েছিলেন গান। সেই গানের সুর মন কেড়েছিল নেট নাগরিকদের। এজন্যই ছোটপর্দার বাইরেও মানুষ মনে রেখেছে রাধা-মধুবনীকে। সম্প্রতি স্টার জলসার ইস্মার্ট জোড়ীতেও ধরা পড়েছে এই সুপার হিট জুটি।




Back to top button