Gaatchora: ডুবতে বসেছে সিংহরায় পরিবারের ব্যবসা! গয়নার প্রতিযোগিতা জিতেই শত্রুদের জবাব দেবে ঋদ্ধি-খড়ি

হানিমুনেই শেষ নয়!গাঁটছড়া ( Gaatcchora ) সাজিয়ে রেখেছে আরও চমক। মধুচন্দ্রিমা থেকে ফিরে এসেই সিংহ রায় জুয়েলার্সের কাজে মনোনিবেশ করেছেন ঋদ্ধি। পাশে রয়েছে খড়িও। সমস্ত অভিযোগ সরিয়ে বাড়ির ব্যবসাকে কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে যাওয়ার লক্ষ্যে জুটি বেঁধেছেন ঋদ্ধি-খড়ি ( Solanki Roy ) । দত্ত জুয়েলার্সের মিথ্যে চক্রান্ত ও ফাঁদে পা পড়েছিলেন খড়ি। ঋদ্ধি ( Gourab Chatterjee ) সেই নিয়ে ভুলও বোঝে তাঁকে। অবশেষে মান অভিমান মিটিয়ে সিংহ রায় জুয়েলার্সের জন্য একত্রে লড়বে কি তাঁরা?
সেরকমই ইঙ্গিত দিচ্ছে জলসা। প্রোমোতে সাড়ম্বরে ঘোষণা করেছে ঋদ্ধি খড়ি। সেরা ডিজাইনার জুয়েলারি ব্রান্ড প্রতিযোগিতায় অংশ নিতে চলেছে সিংহরায় জুয়েলার্স। ঋদ্ধিকে বলতে শোনা যায়, কম্পিটিশন জেতবার কথা। আর এদিকে খড়ি ভীষণ ই আত্মবিশ্বাসী। সিংহরায় জুয়েলার্সের গয়নার সম্ভার ও ফ্যাশন শোতে চোখ ধাঁধিয়ে যাবে সকলের, এমনটাই মনে করে সে। তাই শুধু সিংহরায় পরিবার নয়, সকল দর্শকবৃন্দ কে আমন্ত্রণ জানায় তাদের জুয়েলারি প্রতিযোগিতায়। সকল দর্শককে অনুরোধ করে আগামী সোমবার,২৯ শে আগস্ট গাঁটছড়ার গ্র্যান্ড সেলিব্রেশনে চোখ রাখতে।
তবে এই নিয়ে দর্শকদের মধ্যে দেখা গেছে মিশ্র প্রতিক্রিয়া। এমন অনেক মজাদার কমেন্ট পড়েছে যে হাসতে হাসতে পেটে খিল ধরে যাবে। কেউ বলেছেন, “শুধুই কী দেখব? খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকছে তো?” আবার কেউ বলেছেন, ” নিমন্ত্রণ রক্ষা করতে কলকাতা যেতে হবে তাহলে”। আবার জি-বাংলার অনুরাগীরা বেশ ক্ষুব্ধ। রেগেই আগুন তারা। গাঁটছড়ার বিপরীতে ২৯ তারিখ জি পর্দায় আসছে ‘জগদ্ধাত্রী’। দর্শকদের দাবি,’ জগদ্ধাত্রী’র দর্শকদের টানতেই ফন্দি এঁটেছেন জলসা পরিবার। অনেকে আবার বলেছেন, ‘জগদ্ধাত্রী দেখব, পরে রিপিট টেলিকাস্ট দেখে নেব গাঁটছড়ার’। যুদ্ধ-যুদ্ধ খেলায় নেমেছে দুই বড়ো চ্যানেলের ভক্তরা। লড়াই জিতবে কে? চোখ থাকবে সেদিকে।