Rubel-Sweta: ‘যমুনা ঢাকি’ রহস্য ফাঁস! শ্বেতার প্রেমে হাবুডুবু খাচ্ছেন রুবেল, ক্যামেরাবন্দি যুগল মুহূর্ত

পর্দার প্রেম বাস্তবে গড়ানোর উদাহরণ রয়েছে ভুরি ভুরি। নায়িকার চোখের দিকে তাকিয়ে কখন যে লিখিত সংলাপের বাইরে একটা নতুন গল্প তৈরি হয়ে যায় তা কে বলতে পারে! তাই টেলিভিশনের তারকাদের ঘিরে সর্বদা থাকে উচ্ছ্বাস। টেলিভিশনের পছন্দের জুটিকে দেখে অনুরাগীদের মনে হয় বাস্তবে এই প্রেম হলে সর্বাঙ্গ সুন্দর হতো। তেমনই বেশ জনপ্রিয়তা অর্জন করেছিল ‘যমুনা ঢাকি’র যমুনা-সঙ্গীত জুটি। যমুনার চরিত্রে অভিনয় করেছিলেন স্বেতা, আর সঙ্গীতের চরিত্রে দেখা গিয়েছিল রুবেলকে। অনস্ক্রিন কেমেষ্ট্রি দেখে অনেকেই আন্দাজ করেছিলেন বাস্তবেও এই জুটির কোন রহস্য রয়েছে। আর পুজোর মরসুমে প্রায় সমস্তটাই চলে এল প্রকাশ্যে।
যমুনার জন্মদিনে কেক হাতে পারিবারিক পরিসরে হাজির হচ্ছেন রুবেল। কখনও টেলি পাড়ার আশেপাশে একত্রেই দেখা মিলেছে তাদের। ধারাবাহিক শেষের পর যোগাযোগ কমার বদলে আরও ঘনিষ্ঠ হয়েছে। ফলে একপ্রকার কানাঘুঁষো রটেই গিয়েছিল রুবেল-শ্বেতার প্রেম। অবশ্য দুজনে বেশ কিছুটা নীরবতা অবলম্বন করেছিলেন প্রথমটায়।
তবে পুজোর ফুরফুরে আবহাওয়ায় প্রেমের সুবাস আর চাপা থাকল না। শ্বেতা ও তার মা-বাবার সঙ্গে অষ্টমীতে কাটিয়ে এলেন রুবেল। জমিয়ে হল আড্ডা, রাতের খাওয়া-দাওয়া। চটপট উঠল অনেক ছবি। আর সেইসব ছবি প্রকাশ্যে আসতেই কার্যত আর চুপ করে থাকলেন না রুবেল। সংবাদ মাধ্যমের কাছে জানিয়ে দিলেন ডেট করছেন দু’জন। তবে এই মুহূর্তে সম্পর্ক নিয়ে বেশি কিছু ভাবতে নারাজ। ধারাবাহিকের বাইরেও দু’জন পরস্পরকে চিনছেন। সময় হলে সম্পর্কের কথা প্রকাশ্যে আনবেন। ছবিগুলিতে শ্বেতা ও তার বাবা-মা থাকলেও, আলাদাভাবে দুজনের ছবি পাওয়া যাচ্ছিল না। তবে সে অপেক্ষার অবসান ঘটল। পাশাপাশি দাঁড়িয়ে দু’জন হাসি মুখে ছবিও তুলেছেন।
যমুনা ঢাকি’র পূর্বেও ছিল তাদের পরিচয়। বারাসাতে দেবাশিষ ঘোষের স্কুল, ওই একই ডান্স গ্রুপ থেকে দুজনেই এই ইন্ডাস্ট্রিতে এসেছেন । তাই স্বেতাকে রুবেল চেনেন বহুদিন ধরেই। কিন্তু ‘যমুনাঢাকি’ তে অভিনয় করতে গিয়েই সেই বন্ধুত্বটা আরও একটু বেশি গাঢ় হয়েছে তাদের। সম্ভবত আগামী বছর সামনে আনবেন সম্পর্কের কথা। তবে চারিদিকে বিচ্ছেদের ঢেউ দেখে এখনই মুখ খুলতে চাইছেন না দু’জনের কেউ।