Rukmini Maitra: ‘ষাঁড়ের মতো আমার পিছনে এসেছ’, দেবকে জব্দ করতে এ কী বললেন রুক্মিণী?

দেব-রুক্মিণীকে কে না চেনে! টলিউডের পাওয়ার কাপেল বর্তমানে ডান্স ডান্স জুনিয়রের মঞ্চের বিচারক। পর পর দেবের সঙ্গে সিনেমা করে রুক্মিণীও হিট। শুভশ্রীর সঙ্গে প্রেমের গুঞ্জন থামার পরেই দেবের জীবনে একেবারে গ্রান্ড এন্ট্রি নেয় রুক্মিণী। সেইথেকেই বিয়ে না করলেও দুজনের বন্ডিং নিয়ে কোন সন্দেহ নেই দর্শকের। কিন্তু একী অবাক করা কান্ড। ‘ডান্স ডান্স জুনিয়রের মঞ্চে’ এ কী বললেন রুক্মিণী?
রিয়েলিটি শো তে ঘটে হরেক রকম মজার কান্ড। এখন সবথেকে বেশি যেটা হয় সেটা ট্রোল। একজন অপর জনকে নিয়ে মজা করে আনন্দ পান। আর সেখানেই দেব নিজেই বলেন তিনি ট্রোলড হতে ভালোবাসেন। কিন্তু নিজের লোকের কাছে এভাবে হাসির পাত্র হতে পারেন তা স্বপ্নেও ভাবেননি দেব। ডান্স ডান্সের মঞ্চে ঘোষক রোহন ভট্টাচার্য একেবারে লাল পোশাকে উপস্থিত হয়েছিলেন। আর তার অমন চকচকে লাল পোশাক দেখে মন্তব্য করলেন মনামী। তিনি বলেন, ‘তুমি যে লাল পরে এসছ, তোমায় তো ষাঁড়ে তাড়া করবে’। এদিকে এই মন্তব্য শুনে দেব ভাবলেন একটু মজা করাই যায়। । সেদিন মঞ্চে উপস্থিত আর একজন লাল পরে এসেছিলেন তিনি, রুক্মিণী। তাকে ইঙ্গিত করেই দেব বললেন, ‘ষাঁড় কি শুধু ছেলেদের তাড়া করে মেয়েদের করে না’। এই শুনে রুক্মিণী একেবারে ‘ টিট ফর ট্যাট’ এর ব্যবস্থা করলেন। সঙ্গে সঙ্গে দেবকে উত্তর,” আমি লাল পরে আছি, আর তুমি আমার পিছন পিছন এসছিলে, তাহলে ষাঁড়টা কে হল?” বান্ধবীর হাতে একেবারে চরম জব্দ হলেন দেব। দেবের মুখটা ছিল দেখার মতো।
আর এই দেখে দর্শক মহলে উঠল হাসির ঝড়। মুহূর্তে ভাইরাল সেই ভিডিও। সালে বলে, ‘একেবারে ইঁটের বদলে পাটকেল’। কয়েকদিন আগেও মৌনি রায়ের সঙ্গে নাচের সময় রুক্মিণীর গম্ভীর রিঅ্যাকশন ছিল ভীষণ ট্রেন্ডিং। বর্তমানে ‘কাছের মানুষ’- এর প্রচারে দেব ট্রোলিং কে প্রশয় দিয়েছেন। তাই স্ট্যান্ড আপ কমেডি থেকে বং গাইয়ের পাবলিক বাস চ্যালেঞ্জ বিভিন্ন জায়গায় যাচ্ছেন তিনি। তবে দেবের ‘কাছের মানুষ’ রুক্মিণীই যে এতো ভালো ট্রোল করতে পারেন, তা কি দেব জানতেন!