ক্যাটরিনাকে চড় মেরেছিলেন সল্লু মিঞা! ঠিক কী কারণে সম্পর্কচ্ছেদ হয়েছিল সলমন-ক্যাটের?

অনীশ দে, কলকাতা: একসময় ছিলেন প্রেমিক-প্রেমিকা এখন স্রেফ বন্ধু। সলমন খান (Salman Khan) এবং ক্যাটরিনা কাইফের (Katrina Kaif) জুটি পর্দায় আসলেই তা আলোড়ন সৃষ্টি করে সবার মাঝে। তবে একসময় যার সঙ্গে বিয়ে করবেন ভেবেছিলেন সলমন (Salman Khan), তিনি এখন ভিকির গৃহিণী। সারা জীবনে একাধিক প্রেম করলেও কোনও সম্পর্কই পরিণতি পায়নি সলমনের (Salman Khan)। কিন্তু এর পিছনে ঠিক কী কারণ? সকলেই সলমনকে এক রাগী বদ মেজাজি অভিনেতা হিসেবেই চেনেন। অনস্ক্রিন হোক কিংবা অফস্ক্রিন, সলমনের (Salman Khan) ব্যবহার যে কম বেশি একই থাকে, তা সকলেই জানেন।
কখনও শাহরুখ, কখনও বিবেক ওবেরয় আবার কখনও বা অরিজিৎ সিংয়ের, একাধিক ব্যক্তিত্বের সঙ্গে ঝামেলায় নাম জড়িয়েছে তাঁর। সলমনের (Salman Khan) এই রকচটা ব্যবহারের শিকার হয়েছেন ক্যাট নিজেও। শোনা যায়, ক্যাটের সঙ্গে সলমনের এক বিশেষ সম্পর্ক রয়েছে। বলিউডে ক্যাটরিনার (Katrina Kaif) পায়ের মাটি শক্ত করতে সাহায্য করেছেন সলমন। ব্রেক আপের পরেও ক্যাটরিনার (Katrina Kaif) সঙ্গে চিত্রনাট্যের খাতিরে জুটি বেধেছেন সল্লু মিঞা (Salman Khan)। এমনকী ক্যাটরিনা (Katrina Kaif) এবং ভিকি’র বিয়ের সময় তাদের সিকিউরিটির দায়িত্ব সামলেছেন সলমনের নিজস্ব বডিগার্ড শেরা।
সলমন একজন খুব ভালো বন্ধু হলেও যে একেবারেই ভালো প্রেমিক নন, তা আগেই প্রমাণিত হয়েছে। শোনা যায়, ২০০৮ সালে মুম্বাইয়ের এক কফি শপে একবার ক্যাটরিনাকে (Katrina Kaif) চড় মেরেছিলেন সলমন। ক্যাটরিনা সেই মুহূর্তে কিছু না বলে সেখান থেকে চলে যান। পরবর্তীতে সুভাষ ঘাইয়ের যুবরাজ ছবির শ্যুট চলার সময়ও ক্যাটরিনাকে তাঁর ভ্যানিটি ভ্যানে মেরেছিলেন সলমন (Salman Khan)। তবে এই সমস্ত বিষয়ে কখনওই মুখ খোলেননি কেউ। সলমনের প্রাক্তন প্রেমিকা ঐশ্বর্য রায় একাধিক সাক্ষাৎকারে ইশারায় জানিয়েছেন সলমন (Salman Khan) তাঁকে হেনস্থা করতেন এবং গায়ে হাত তুলতেন।
বলাই বাহুল্য, এতকিছুর পরেও সল্লু ভাইয়ের (Salman Khan) ইমেজে দাগ লাগেনি একটুও। এমনকী এই মুহূর্তে ক্যাটরিনার সঙ্গে টাইগার ৩ (Tiger 3) ছবির শ্যুটিংয়ে ব্যস্ত তিনি। তাছাড়াও এই বছরই মুক্তি পেতে চলেছে তাঁর ছবি, কিসিকা ভাই কিসিকা জান। অন্যদিকে ক্যাটরিনা (Katrina Kaif) এখন ব্যস্ত ভূত পুলিশ নিয়ে। এই ছবিতে তাঁর পাশাপাশি অভিনয় করবেন ঈশান খট্টর এবং সিদ্ধান্ত চতুর্বেদি।