Salman Khan: এ যেন প্রেমে ফাঁদ, ঐশ্বর্যের বাড়িতে মাঝরাতে মদ্যপ অবস্থায় হানা দিয়েছিলেন সলমন খান

মন্টি শীল, কলকাতা: যখনই বি-টাউনের নামীদামি তারকাদের ব্যক্তিগত জীবনকে কেন্দ্র করে অনুরাগীদের মাঝে আলোচনার সূত্রপাত ঘটে, ঠিক তখনই অভিনেতা সলমন খানের ( Salman Khan )এর প্রসঙ্গ উঠে আসতে দেখা যায়। বলিউডের এই জনপ্রিয় তারকা তাঁর সমগ্র কেরিয়ারে একাধিক ব্লকবাস্টার সিনেমা দর্শকদের উপহার দিয়েছেন। যার পরিবর্তে তিনি অর্জন করেছেন অনুরাগীদের কাছ থেকে দু’হাত ভরা ভালবাসা। কিন্তু মাঝে মধ্যেই কিছু বিতর্কিত ঘটনার দরুণ আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসেন বি-টাউনের ভাইজান সলমন খান ( Salman Khan )।
বিশেষত, অভিনেতার ব্যক্তিগত জীবন কেন্দ্রীক। শোনা যায়, একদা তাঁর প্রেম জীবন ছিল সংবাদ মাধ্যমের শিরোনামের নিত্য দিনের বিষয়। এক কথায় বলতে গেলে, বলিউড অভিনেত্রী ঐশ্বর্য রাইয়ের ( Aishwarya Rai ) সঙ্গে অভিনেতা সলমন খানের ( Salman Khan ) সম্পর্কের কাহিনী। সূত্র অনুযায়ী, বলিউড পরিচালক সঞ্জয় লীলা বনশালি নির্মিত সিনেমা ‘হাম দিল দে চুকে সনম’এর শ্যুটিংয়ের সময় থেকেই অভিনেতা সলমন খান এবং ঐশ্বর্য রাইয়ের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হতে শুরু করে। এমনকী একাধিকবার বিভিন্ন অনুষ্ঠানে তাঁদের একসঙ্গে দেখাও গিয়েছে।
কিন্তু বি-টাউনের এই বহুল চর্চিত সম্পর্ক বেশি দিন স্থায়ী করলনা, শীঘ্রই তাঁদের সম্পর্কের উপর বিচ্ছেদের কালো মেঘ জমতে দেখা গেল। যদিও এর কারণস্বরপ অনেকেই মনে করে থাকেন, অভিনেতা সলমন খানের ইতিবাচক আচরণের দরুণ অভিনেত্রী ঐশ্বর্য রাইয়ের সঙ্গে তাঁর সম্পর্কে ফাটল দেখা দিতে শুরু করে। যার খবর প্রকাশ্যে আসতে ব্যাপক জলঘোলা হতে দেখা যায় বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে। কিন্তু কি এমন করেছিল অভিনেতা, যার কারণে এমন এক সুন্দর সম্পর্ক পরিণতি পাওয়ার আগেই মাঝ পথে বিসর্জন হয়ে গেল।
বিশেষ সূত্র মারফত জানা গিয়েছে, একদিন গভীর রাতে অভিনেতা সলমন খান মদ্যপ অবস্থায় অভিনেত্রী ঐশ্বর্য রাইয়ের আবাসনে হাজির হন। সলমন দরজা খোলার জন্য অনুরোধ করলেও অভিনেত্রী তা করেননি। এমন পরিস্থিতিতে অভিনেতা ক্ষুদ্ধ হয়ে অভিনেত্রীর আবাসনের বাইরে এসে প্রায় দু-তিন ঘন্টা তুমুল হট্টগোল করেন। যদিও এই ঘটনায় অভিনেত্রী ঐশ্বর্য রাইয়ের সঙ্গে সঙ্গে কিছুটা বিরক্ত বোধ করেছিলেন তাঁর প্রতিবেশীরাও। যার পর স্বাভাবিক ভাবেই এক গভীর আলোচনার সূত্রপাত ঘটে বি-টাউনে। শুধু তাই নয়, এই ঘটনার পরিপ্রেক্ষিতে সমালোচকদের একাংশ আজও মনে করেন তাঁদের এই বিচ্ছেদের অন্যতম কারণ অভিনেতা সলমন খান নিজেই। যদিও এবিষয়ে কোনও দিনই মন্তব্য করতে দেখা যায়নি কাউকেই।