Shruti Das Birthday: জন্মদিনেই প্রেমের বর্ষপূর্তি!বয়সের পার্থক্য পেরিয়ে কাছের মানুষকে পেয়ে কী বললেন শ্রুতি?

“এভাবেই গল্প হোক আমাদের রূপকথার”, এ যেন সত্যি রূপকথার গল্প। আর এই রূপকথার রাজকুমারী অভিনেত্রী শ্রুতি দাস। যার জীবনের দুটি সবচেয়ে বড়ো আনন্দ মুহুর্ত এসেছিল একটি মাহেন্দ্র ক্ষণেই। জন্মদিনে তিনি যেমন পৃথিবীর আলো দেখেছিলেন, তেমনই তার কাছের মানুষ পরিচালক স্বর্ণেন্দু সমাদ্দারও জীবনে আলো হয়ে এসেছিলেন এই একইদিনে। কীভাবে হল এই আশ্চর্য সমাপতন? সেই গল্পই সকলের সঙ্গে ভাগ করলেন অভিনেত্রী নিজেই। কী বললেন তিনি?

সাল ২০১৯। বাংলা ধারাবাহিক তখন ছক ভাঙছে। অভিনেত্রী মানেই হিরোইন নয়, অভিনেতা মানেই সুদর্শন হিরো নয়, এ ধারনায় অভ্যস্ত হচ্ছে সাধারণ মানুষ। টেলিভিশন দুনিয়ায় পা রাখছেন বেশ কয়েকটি সাধারণ মুখ। যারা অভিনয় দিয়ে জবাব দিচ্ছেন সমাজের মুখে। অভিনেত্রী শ্রুতি দাস তাদেরই একজন। ত্রিনয়নী ধারাবাহিকের মাধ্যমে অভিনয় জগতে প্রবেশ ঘটল পরিচালক স্বর্ণেন্দু সমাদ্দারের হাত ধরে। সেই শুটিং থেকেই সম্পর্ক তৈরি হয় অভিনেত্রী-পরিচালকের।

img 20221001 135812
এখানেই আবারও চেনা ছক ভাঙলেন শ্রুতি। শ্রুতিই প্রথম প্রেম প্রস্তাব দিয়েছিলেন নিজের থেকে বয়সে প্রায় ১৪ বছরের বড় ‘স্বর্ণদা’কে। শ্রুতির মনের কথা জানতে পেরে স্বর্ণেন্দু বলেছিলেন,এসব ইনফ্যাচুয়েশন অর্থাৎ মোহ বা কিছুক্ষণের ভাল লাগা। যে ভাল লাগা পরবর্তীকালে ফুরিয়ে যাবে। কিন্তু তা হয়নি। জুলাই মাসে প্রেম প্রস্তাব দিয়েছিলেন শ্রুতি নিজেই। সেপ্টেম্বরের ৩০ তারিখ, অর্থাৎ শ্রুতির জন্মদিনে স্বর্ণেন্দু সমাদ্দার জানিয়ে দেন নিজের মনের কথা।

কি লিখলেন শ্রুতি? ‘
“থেকে যাব তোমায় আমায় মিলে।জুলাই ২০১৯ , ‘স্বর্ণ দা,আমি তোমায় ভালোবেসে ফেলেছি’
– “তোর ২৩ আমার ৩৭,এই ভুল করিস না,এটা ভালোবাসা নয় Infatuation”
– না গো সত্যিই ভালোবাসি, I love you
– তোর জন্মদিনের আগে ভেবে জানাবো

September 2019 – “I LOVE YOU TOO”
বিয়ে করলে তোকেই করবো .. birthday gift পছন্দ?

কিছু কিছু রূপকথা সত্যি হয় , আমাদের হয়েছে।
আমার জন্মদিন আমার এক স্বপ্নপূরণের দিন ও বটে।
শুভ তৃতীয় বার্ষিকী স্বর্ণেন্দু সমাদ্দার। ১০৯৫ দিন আমার সঙ্গে কাটানোর জন্য অনেক অভিনন্দন। আমি তোমাকে ভালোবাসি বাবি। অনেক পথ চলা বাকি। ”
img 20221001 135602
এর উত্তরে এল প্রেমে ভাসমান আরও একটি মন্তব্য। স্বর্নেন্দু লিখলেন তার স্বপ্ন সুন্দরীকে। কি লিখলেন তিনি? ” , “শুভ জন্মদিন। ঈশ্বর তোমার মঙ্গল করুন। ভালবাসি তোমায়। যেমন তুমি তেমন থেকো। শুভেচ্ছা,ভালোবাসা আর আগামী কাজের জন্য রইল অনেক শুভকামনা। শুরু হোক নতুন পথ চলা খুব তাড়াতাড়ি। শুধু নতুন-নতুন পথ আর নতুন-নতুন লক্ষ্য আসতে থাকুক। হাঁটা যেন না থামে…ভালো থেকো।”

নিজের জন্মদিনে ভালোবাসারও জন্মদিন এ যেন পরম প্রাপ্তি। ফেসবুকে উপচে পরছে শুভেচ্ছা বার্তা। অনুরাগীদের ভালোবাসায় ভরে উঠছে আজকের সকাল।




Back to top button