Shehnaaz Gill: ‘যো ভেজি থি দুয়া’ গানে কি পুনরায় স্মৃতিচারণ? আবারও শেহনাজ চোখ ভেজালেন দর্শকের

বাংলা প্রবাদ আছে,’ যে রাঁধে সে চুলও বাধে’ অর্থাৎ বহু কাজে পারদর্শীতা। ঠিক যেমন শেহনাজ গিল ( Shehnaaz Gill ) । মাঝেই মধ্যে নিজে সমস্ত রঙ নিয়ে প্রজাপতির মতো মেলে ধরেন। কখন ও ফটোশ্যুট, কখনও সিনেমা কখন কখনও মডেলিং। কখনও গান। অভিনেত্রী হলেও গানেও তিনি বেশ প্রতিভাধর। এর আগে নেহা কক্করের গান ‘তারো কে শহর মে’ নিজের গলায় গেয়ে বহু প্রশংসিত হয়েছিলেন। আর এদিন তিনি আরও এক হিন্দি গানে মাতিয়ে তুললেন আপামর দর্শককে। । সাধারণ স্টাইলে তার গাওয়া ভিডিওগুলো মানুষ খুব পছন্দ করেন। এখন শেহনাজকে তার সর্বশেষ ভিডিওতে ‘সাংহাই’ ( Shanghai ) ছবির ‘জো ভে থি দুয়া’ ( Duaa ) গাইতে দেখা গেছে।
শাহনাজের অতীত সম্পর্কে সবাই অবগত।তার গান শুনে বারবার সিদ্ধার্থ শুক্লার কথা মনে পড়ে যায়। এমনকি শাহনাজের কণ্ঠেও ভক্তরা অনুভব করেন তার কষ্ট। গানগুলোও প্রায়শই এমনভাবে দেখা যায় যে মনে হয় তাদের মনের কথা জানান দিচ্ছে। সর্বশেষ যে গানটি গেয়েছেন তা খুবই আবেগঘন করে তুলেছে অনুরাগীদের। ‘জো ভেহি থি দুয়া’ মূলত অরিজিৎ সিং এবং নন্দিনী শ্রীকর তাদের নিজস্ব কণ্ঠে গেয়েছিলেন ।
এর আগে শাহনাজকে ‘রব নে বানা দি জোড়ি’ ছবির টাইটেল গান ‘তুজ মে রাব দেখাতা হ্যায়’ গাইতে দেখা গেছে। ভক্তরা তার কণ্ঠের মায়াবী যাদুতে আস্থা রাখতে শুরু করেছেন। যে সারল্য ও সুরেলা গলায় তিনি ‘জো ভে থি দুয়া’ গানটিও গেয়েছেন তা সত্যিই হৃদয়গ্রাহী।
শেহনাজ গিলের সর্বশেষ গানের ভিডিওতেও লোকেরা প্রচুর ভালবাসা বর্ষণ করছে। কেউ তাকে ‘পবিত্র চিত্ত’ বা ‘ পিওর সোল’ বলছেন আবার কেউ বলছেন ‘অসাধারণ’। শুধু তাই নয়, এখন ‘কেশরিয়া’ গান গাওয়ার দাবি করছেন তার ভক্তরা। এখন দেখার শাহনাজ তার ইচ্ছা কবে পূরণ করেন। আর অভিনয় তাও থেমে নেই। তাকে সালমান খানের আসন্ন ছবি ‘কিসি কা ভাই কিসি কি জান’-এ একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। একই সময়ে, তিনি জন আব্রাহাম এবং রিতেশ দেশমুখের সঙ্গে ‘100%’ ছবিতেও কাজ করছেন।