Soumitrisha Kundu: ‘লাল সাদা শাড়ি, উন্মুক্ত নাভিস্থল’, পুজোর সাজে লাবণ্যময়ী মিঠাই, প্রেমে পড়েছেন অনুরাগীরা

শুরু হয়ে গেছে পুজো। আর এবারে বঙ্গরমনীদের স্টাইল আইকন হয়ে উঠেছেন বাংলা সিরিয়াল খ্যাত মিঠাই। মিঠাই ওরফে সৌমিতৃষাকে কেনা চেনে! মোদক বাড়ির বৌমার সাদামাটা লুক একেবারে বদলে গেল পুজোর হাওয়ায়। এক বিশিষ্ট সংবাদ পত্রিকার হয়ে শ্যুট করার পর থেকেই সৌমিতৃষার পুজো শুরু হয়ে গিয়েছে। এবারে শাড়িতে সৌমিতৃষার সাজে সেজে উঠবেন নাকি?
সাদা শাড়ি, লাল ব্লাউজের সাদামাটা আটপৌরে শাড়ি তো অনেক পরলেন। সৌমিতৃষা মানেই নতুন কিছু। চেনা সাজকেও এক লহমায় বদলে নিতে পারেন নতুনত্বের স্বাদে । সাদা লালের খাদি শাড়ি আর স্লিভলেস ব্লাউজে সেজে উঠেছেন মিঠাই রানি। চিরাচরিত সাজে নয়। সামনে নিয়েছেন আঁচল। লাল ব্লাউজের মাঝেই করেছেন পিন আপ। উন্মুক্ত নাভিস্থলে আগুন ছড়াচ্ছেন অভিনেত্রী। কানে পরেছেন অক্সিডাইজড ঝুমকো, চোখে এঁকেছেন গাড় কাজল রেখা, হালকা খোপা, লাস্যময়ী লুকে পোজ দিয়েছেন।
আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন। চলছে শেষ মুহূর্তের কেনাকাটা। সরগরম বাজার। পুজোর আমেজে সবার মনেই আনন্দের ঢেউ বইছে। রংবেরঙের হাল ফ্যাশনের জামাকাপড় থেকে ঘড়ি আরও গহনা কিছুই বাকি থাকছে না। কিন্তু সৌমিতৃষা অর্থাৎ মিঠাইরানি মানেই নতুনত্ব।জনপ্রিয়তার শীর্ষে থাকা মিঠাই চলতি সপ্তাহে Trp তালিকার পঞ্চমে স্থান পেয়েছে আর সেজন্য মিঠাই প্রেমীদের মন খারাপ। তবে মিঠাই আছেন মিঠাইতেই। Trp পরোয়া না করেই নিজেকে খুশি রাখতে ব্যস্ত সৌমি। তার কথায়, TRPর ওঠা পড়া তো থাকবেই।কিন্তু আনন্দে থাকতে হবে।